My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

তুমি কি দেখেছো


তুমি কি দেখেছো আমার বুকের মাঝে
ধিকি ধিকি করে কোথায় আগুন জ্বলে?
তুমি কি দেখেছো স্বপ্নের মৃতদেহ
চাপা দিয়ে রাখি কোন সে গহীন তলে?
অথবা দেখেছো শান্ত মনের মাঝেও
ভেঙ্গে যায় কী যে বিদ্রোহী বাহুবলে?


ভালোবাসো তুমি, ভালোবাসা জানি অন্ধ,
দেখেও দেখে না কী যে ভালো কী যে মন্দ।
তুমিও দেখো নি হাসির আড়ালে মন ভাসে লোনা জলে।


আমি তো দেখেছি এপারে ওপারে
ভালোবাসা সব ভাঙ্গে যে দু'কুল ধরে।
আঘাতে আঘাতে ভেঙ্গেচুরে তবু
বুঝিনি কোথায় ভেঙ্গে সে কোথায় গড়ে।
শুধুই বুঝেছি নেশাতুর নির্মোহে
কঠিন আঘাতও প্রেম করে খেলা ছলে!


ভালোবাসো তুমি, ভালোবাসা গাঁথে ছন্দ,
বুঝেও বুঝে না তারই মাঝে কী যে দ্বন্দ্ব!
তুমিও বুঝোনি কিসের অভাবে মন মরে প্রতি পলে।



১০টি মন্তব্য


৯ সেপ্টেম্বর ২০১৬
বাহ! শুভেচ্ছা প্রিয় কবিকে
১০ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ!
৩১ মার্চ ২০১৬
প্রিয় কবি, আপনার লেখা এই গানটি কি আপনার সুকণ্ঠে আবৃত্তি বিভাগে পেতে পারি? জানি আপনি খুব ব্যস্ত,তবু আপনার কণ্ঠ শোনার আকুল আগ্রহ।
১০ সেপ্টেম্বর ২০১৬
ভাই কবিতা লেখার পাগলামি কিছুটা চললেও আবৃত্তি তো আমার একেবারেই আসে না! তাও এই গান না হোক, নিজের কন্ঠে কোন একটি কবিতা পাঠ করে (একে আবৃত্তি বলবো না) আবৃত্তির পাতায় দেয়ার শখ আমার নিজেরও অনেকদিন ধরেই। দেখি কি করা যায়!
১৪ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ অপেক্ষায় থাকলাম
৩০ মার্চ ২০১৬
"আমি তো দেখেছি এপারে ওপারে ভালবাসা সব ভাঙ্গে যে দু'কুল ধরে।" - কবি মহোদয়ের ছন্দময় এমন আবেদনময়ী কাব্য সুন্দর ভাবে পাঠক মনে দাগ কেটে যাবে। দারুণ লাগল।
১২ মার্চ ২০১৬
আমি মুগ্ধ
১০ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ!
১৬ ফেব্রুয়ারি ২০১৬
গান আকারে লেখাটিতে আরও একটু পরিবর্তন করলামঃ তুমি কি দেখেছো আমার বুকের মাঝে ধিকি ধিকি করে কোথায় আগুন জ্বলে? তুমি কি দেখেছো স্বপ্নের মৃতদেহ চাপা দিয়ে রাখি কোন সে গহীন তলে? অথবা দেখেছো শান্ত মনের মাঝেও ভেঙ্গে যায় কী যে বিদ্রোহী বাহুবলে? ভালোবাসো তুমি, ভালোবাসা জানি অন্ধ, দেখেও দেখে না কী যে ভালো কী যে মন্দ। তুমিও দেখো নি হাসির আড়ালে মন ভাসে লোনা জলে। আমি দেখি প্রেম ভাঙ্গে যে দু'কুল ধরে বুঝিনি কোথায় ভেঙ্গে সে কোথায় গড়ে, শুধুই বুঝেছি নির্মমতাও প্রেম জুড়ে খেলা করে। ভালোবাসো তুমি, ভালোবাসা গাঁথে ছন্দ, বুঝেও বুঝে না তারই মাঝে কী যে দ্বন্দ্ব! তুমিও বুঝোনি কিসের অভাবে মন মরে প্রতি পলে।
৩০ সেপ্টেম্বর ২০১৬
মূল পোস্টের চেয়ে আসলেই সম্পাদিত অংশটা বেশি ভালো লেগেছে কবি।
৪ অক্টোবর ২০১৬
এই ভার্সনটাই কাব্য সংকলনে দিয়েছি কবি।
৪ অক্টোবর ২০১৬
ঠিক আছে।
৩ অক্টোবর ২০১৬
এটাই আসলে কবিতাটির চূড়ান্ত ভার্সন।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
অনেক দিনের পরে আসলে যে আসরে কাব্যকথার মুগ্ধ করা গানে, শব্দচাষে বিমোহিত প্রাণ, ভালোবাসায় রচেছো বাগান সুর ঝংকার জাগিছে তাই প্রাণে। অনেক ভালো লাগলো কবিতা। গানের সুরের তালের মতো। ভালো থেকো কবি পল্লব।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
মনের খোরাক পাই না খুঁজে ডুব দিয়েছি কাজে, তারই মাঝে কোথায় যেন আন্মনে সুর বাজে। যতোই তারে দূরে ঠেলি ততোই কাছে টানে, অনেক দিনের পরেই যে তাই সুর ধরেছি গানে। আসলে গান হিসাবেই লেখার চেষ্টা করছিলাম। কি হয়েছে তা অবশ্য জানি না।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
সেই আশায়ই আছি। ভালো থেকো।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
সুরারোপিত হলে মন্দ হতো না। এখনও কি ঝামেলা কমেনি? আসরে নিয়মিত হলে, মনের খোরাকের চাহিদা প্রশমিত হবে। ভালো থেকো।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
সত্যি বলতে অনেক বছর ধরেই তো আমি লেখালেখিতে খুবই অনিয়মিত। শুধু আর ঝামেলার দোহাই দিয়ে লাভ কি? তবে বর্তমান ব্যস্ততা মনে হয় শীঘ্রই কমবে না। তিন মাস হল নতুন চাকরীতে জয়েন করেছি। পাশাপাশি নতুন-পুরানো অনেকগুলো ব্যক্তিগত প্রজেক্টে হাত দিয়েছি। দিনরাত কোডিং-এ ডুবে থাকি। মনে হচ্ছে এই পুরো বছরটাই এমন যাবে। তবে তার মাঝেই হুট-হাট করে হয়তো কিছু লেখা বেড়িয়ে যাবে জোর করেই।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
আসলেই ভালবাসা অন্ধ। ভাল লাগল কবি
১৩ ফেব্রুয়ারি ২০১৬
ধন্যবাদ সাইফুল ইসলাম
১৩ ফেব্রুয়ারি ২০১৬
ভালোবাসা তুমি অন্ধ তুমি জানোনা ভালো ও মন্দ তোমার কেবলই দ্বন্দ্ব...... অনবদ্য প্রয়োগ, ভালোবাসার সার্থক রূপ।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
ধন্যবাদ যোগেশ বিশ্বাস
১৩ ফেব্রুয়ারি ২০১৬
সুন্দর লাগলো কবি।
১৩ ফেব্রুয়ারি ২০১৬
ধন্যবাদ নিলয় পারভেজ হৃদয়
১৩ ফেব্রুয়ারি ২০১৬
শুভেচ্ছা রইলো
১৩ ফেব্রুয়ারি ২০১৬
সুন্দর লাগলো কবি শুভেচ্ছা ............
১৩ ফেব্রুয়ারি ২০১৬
ধন্যবাদ অনির্বান
মন্তব্য করুন