My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

তাল হারানোর বেলা


আজ সব তাল হারানোর বেলা,
অস্তরাগের রক্ত রবি
আঁধারেতে আঁকলো ছবি,
ভাঙ্গলো বুঝি রঙ মাতানোর খেলা।


ডুবলো তবে আলোর রেখা,
সব হারিয়ে নিঃস্ব একা
অর্থবিহীন শুন্যে দু'চোখ মেলা,
আজ সব সুখ হারানোর বেলা।


আজ সব নীরবতায় ঢাকা,
দূরে তবু করুণ সুরে
দুঃখী কি সুর বেড়ায় ঘুরে,
সাথী তার বিদীর্ণ তরু শাখা।


সঙ্কুচিত সময় থেমে
থমকে থাকে ছবির ফ্রেমে,
শত বর্ষের গ্লানির ধুলোয় ঢাকা,
আজ সব স্থিরতায় আঁকা।


আজ সব শুন্য হবার পালা,
অগ্নিদাহীর মগ্ন সাজে
নিঃশেষিত ছাইয়ের মাঝে
মিটুক তবে সব দহনের জ্বালা।


রুদ্র রোষের ঘূর্ণি শেষে
হাল হারানো ছিন্ন বেশে
পরাজয়েই মিলুক জয়ের মালা,
আজ সব ভেঙ্গে গড়ার পালা।



[রচনাকালঃ ৩ জানুয়ারী ২০০৮ ইং]



৪টি মন্তব্য


১৮ অক্টোবর ২০১২
ধন্যবাদ আশেক উল ইসলাম। আমি কিন্তু আপনার কবিতার বড় এক ভক্ত। :)
১০ অক্টোবর ২০১২
কব্য জগতের কিছু উজ্জল ভবিষৎ দেখতে পাচ্ছি।বড় আশান্বিত হলাম।
৯ অক্টোবর ২০১২
ধন্যবাদ অরুন কারফা... :) সুন্দর বলেছেন!
৯ অক্টোবর ২০১২
পরাজয়ে দেখে যারা জয়ের মালা, তারাই পারে ভাঙ্গা গড়ার খেলা। তবেই এতেই মোর ভরল না বুক, আরো পেলে আর পেতেম সুখ।
মন্তব্য করুন