My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

সপ্তপদী স্বপ্ন


সপ্তপদী স্বপ্নগুলো ভাসলো যদি জলে,
ঢেউয়ের তালে ছন্দ তুলে
ছোট্ট পাতার নৌকো দোলে,
চোখের জলের মুক্তোদানাও ডুবলো অথৈ তলে।


কয়েক ফোটা রঙের মাঝে হাজার রঙের খেলা,
রংধনু রং সাজিয়ে রেখে
নীল এনে ঐ আকাশ থেকে
জলের মাঝে মিলাই তাকে রাঙ্গিয়ে কিশোর বেলা।


মুখ লুকানো স্বপ্নগুলোর মন দোলানো আশা,
নেশায় মাতাল অবাক প্রাণে
জোয়ার ভাটার টানে টানে
মিলেমিশে এক হয়ে যায় দুঃখ-সুখের ভাষা।


আন্মনা তার ঢেউয়ের মাথায় নাচে আলোর রেখা,
আলো ছায়ার নানান খেলায়
ছন্নছাড়া অবুঝ বেলায়
চোখ ভরি তাও মনের মাঝে পাই না আলোর দেখা।


সপ্তপদী সুখগুলো সব ভাসিয়ে দেয় ডানা,
যা বুঝি তাও অবুঝ থাকে,
পথ হারিয়ে মনের বাঁকে
এমন দিনে সব হারাতে নেই বুঝি আর মানা।


(রচনাকালঃ ২৩ জুলাই ২০১০ ইং)



৬টি মন্তব্য


৫ নভেম্বর ২০১২
ধন্যবাদ অরুন কারফা।
৩১ অক্টোবর ২০১২
সব হারাতে রাজি হলে, তাবেই এমন কলম চলে, তবেই কবিতাখানা, এমন করে মেলে ধরে ডানা।
৩১ অক্টোবর ২০১২
কবীর হুমায়ূন, সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আমার লেখায় অনেক সময়ই ছন্দের এরকম মাত্রাপতন হয়। লেখার সময় ছন্দের একটা তাল কাজ করতে থাকে মাথায়। সেটা ঢেউয়ের মতো উঠানামা করে, সাথে সাথে লেখায় ছন্দের মাত্রারও উঠানামা হয়ে যায়। অনেক সময় আমি নিজে সচেতনভাবে সেটা হয়তো টেরও পাই না। এই কবিতায়ও যে এটা হয়েছে, আপনি বলে দেয়াতেই টের পেলাম। ধন্যবাদ। শুধুমাত্র এক জায়গায় এরকমটা হওয়ায় আমার নিজের কাছেই এখন এটা একটু কেমন যেন লাগছে। তাই মাত্রা ঠিক করে দিলাম। আর এধরণের গঠনমূলক পরামর্শকে সবসময় স্বাগতম জানাই। ভবিষ্যতেও আপনার কাছ থেকে এরকম আরও মন্তব্য আশা করছি। লেখালেখিতে আমি এখনও অনেক কাঁচা, এবং শিক্ষানবিস। নানাজনের নানা মতামত ও সমালোচনার মধ্য দিয়েই আমার নিজস্ব দৃষ্টিভঙ্গী আরও পরিপক্ক হবে বলে আমি মনে করি।
৩১ অক্টোবর ২০১২
ছড়ার ছন্দে (স্বরবৃত্তে) লেখা কবিতা অত্যাধিক সুন্দর হয়েছে। পড়তেও ভালো লাগলো। কিন্তু- তার ঢেউয়ের মাথায় নাচে আলোর রেখা, এখানে ছন্দপতন ঘটে গেছে। এখানে মাত্রা হয়েছে, ৪+৪+৪ আপনার লেখার ধারা ছিলো ৪+৪+৪+২। যদি এমন হতো - তার ঢেউয়ের মাথায় নাচে আলোর ঝলক রেখা, তবে আমার মনে হয় সুন্দর হতো। আমি কোন এক বন্ধুর লেখার উপর সমালোচনা করে লেখার মন্তব্য করতে গিয়ে তাদের বিরূপ প্রতি মন্তব্য পেয়েছি। তাতে আমার কষ্ট হয় না। তাই মন্তব্য করতে সাবধান হতে গিয়েও পারিনি। অনেক কথা বলা যেতো........ আপাততঃ থাক। ভালো থাকুন পল্লব।
৩০ অক্টোবর ২০১২
ধন্যবাদ পরমার্থ...
৩০ অক্টোবর ২০১২
বহুমাত্রিক মন আপনার .. এমন সবার হয় না ..
মন্তব্য করুন