My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

স্বপ্ন পাখি


দু'চোখে নামলে আঁধার
সকল বাঁধার
আঘাত হানা রুদ্ধ দ্বারে,
কি দ্বিধায় লুকাও মনে
সঙ্গোপনে
স্বপ্ন সবই তার আধারে?
সে আঁধার স্বপ্নে আনে
নতুন প্রাণে
অচীন পাখির অচীন ধারা,
ও পাখি পোষ না মানা,
ভাসায় ডানা
সুদূর পানে বাঁধন হারা।
ও পাখির ডানায় ভেসে
কোন সে দেশে
স্বপ্নলোকে বেড়াও তুমি,
কি আশার মিথ্যে আশায়
তার ভরসায়
কার সুরে মন জড়াও তুমি?
ও পাখি গান করে না
প্রাণ ভরে না
তার যেন আজ কন্ঠ খালি,
তবু তার সুরের তরে
অমন করে
অর্ঘ্যে তোমার সাজাও ডালি?
ও পাখির বিষাদ ভারী
দুঃখ তারই
লুকায় তোমার দুঃখের ছায়ায়,
সে দুঃখের স্বপ্নচারী
ঝরাও বারি
ভাসাও তরী কোন দড়িয়ায়?
ও পাখি পালক ঝরায়
আকুল ধরায়
সেই পালকের পরশ মনি -
তবে কি আনবে ডেকে
স্বপ্ন থেকে
সুপ্ত সুখের উৎসরণী?
সে সুখে সিক্ত হবে,
আবার তবে
হাসবে রবি নতুন বেলায়,
ও পাখি গাইবে যে গান
ভরাবে প্রাণ
নতুন ভোরের ফাগুন খেলায়।
সে ভোরে আসবে ফিরে
নতুন করে
মেঘসায়রী রঙের ফেরী,
আঁধারের দুঃখ চিরে
নৃত্যে ঘিরে
ভাসবে তোমার প্রমোদ তরী।



[রচনাকালঃ ৭ নভেম্বর ২০০৬ ইং]



৫টি মন্তব্য


১৫ অগাস্ট ২০১৪
কবিতার ঝাঁঝটা অন্যরকম ... চমৎকার!
৩০ অক্টোবর ২০১২
অরুন কারফা, আছে সে চোখের তারায়, আলোক ধারায়... তাই না হারাই... ওগো তাই হেরি তায় যেথায় সেথায় তাকাই আমি... নাইবা গেলো জানা, ধন্যবাদ... পরীক্ষামূলক লেখার বিষয়টা পরিস্কার বুঝিনি... গাজী তারেক আজিজ, ধন্যবাদ...
৩০ অক্টোবর ২০১২
সত্যি বলছি ভালো লেগেছে
২৯ অক্টোবর ২০১২
পল্লব, প্রথমেই বলি ... প্রত্যেক কবিতা তার নিজের শিল্প গুনে স্বাধীন এবং সুন্দর । আপনার লেখা কবিতাটি পরে মনে হলো উপরের শব্দ গুলো সত্য হলেও ... আপনাকে পরীক্ষামূলক লেখায় আহ্বান জানানো যেতেই পারে ... আধুনীক বলনের অপেক্ষায় রইলুম।
২৯ অক্টোবর ২০১২
সুন্দর কবিতা বলেই মনে হল প্রশ্ন করি, এত ছন্দ এত সৌন্দর্য্য, অথচ কোথায় সেই সুন্দরী?
মন্তব্য করুন