My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

সার্থকতা


সার্থকতার অর্থখানা ক্ষেত্রভেদে জটিল খুবই,
পাই না খুঁজে থৈ কোনো তার ভাবনামেলায় যতোই ডুবি।
সৃষ্টি জুড়ে প্রাণের খেলায়
হাজার রঙের ভাবের মেলায়
একটি ছোট বৃত্ত হয়ে নিজের মাঝেই কেন্দ্র খুঁজি।
সীমার মাঝে অসীমতার মর্ম বলো কেমনে বুঝি?


আপন আপন কেন্দ্র ঘিরে ঘুরছি সবাই ঘূর্ণিপাকে,
যতোই ঘুরি ঘূর্ণির এ-পাক তার ভিতরেই টানতে থাকে।
আপন হিসেব ছাড়তে পেরে
ক'জন পারি কেন্দ্র ছেড়ে
বেরিয়ে এসে বিশ্ব জুড়ে দেখতে নতুন আলোর জ্যোতি?
ক'জন পারি তারার মেলায় খুঁজতে স্বাতী-অরুন্ধতী?


দিনের আলোয় আকাশ জুড়ে সবাই শুধু সূর্য দেখি,
কিন্তু কোটি তারার ভিড়ে রবির প্রভাই খুব বেশি কি?
বিশালতাও ক্ষুদ্র হলে
সহজ হিসেব এই তো বলে
ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র আমার সার্থকতাও ক্ষুদ্র ভারি,
বিশ্বব্যাপী যজ্ঞে তো নেই একক কোনো হিসেব তারই।


তাইতো আমি সবার ভিড়ে অভিন্ন এই আমায় খুঁজি,
দিনের শেষে অর্থ ছাড়াই আয়েশ করে দু'চোখ বুজি।
ভালো-খারাপ যেমনই রই
এটা ভেবেই কৃতজ্ঞ হই
সার্থকতা আমার এমন মানুষ হয়ে জন্মানোতেই।
ব্যক্তিগত লাভের খাতায় সার্থকতার আর কিছু নেই।



(রচনাকাল: ১৭ মে ২০১৫ ইং)


বিঃ দ্রঃ - কবিতার প্রথম অংশটুকু পার্থ সাহার "একদিন অনন্ত নক্ষত্র বীথিতে মানব সভ্যতা" কবিতায় মন্তব্য হিসাবে লিখেছিলাম।



১৯টি মন্তব্য


১৪ মার্চ ২০২০
সুন্দর কবিতা। ভাল লাগা রেখে গেলাম।
১৪ মার্চ ২০২০
ধন্যবাদ!
২০ ফেব্রুয়ারি ২০১৮
আজকে "কবি সম্মিলন ২০১৮" তে আপনার আবৃতি করা এই "স্বার্থকতা" কবিতাটা শুনে মুগ্ধ হয়েছি, ধন্যবাদ এবং শুভকামনা প্রিয় কবি।
১৩ মার্চ ২০২০
ধন্যবাদ!
৩০ সেপ্টেম্বর ২০১৬
কবিতাটি বেশ উপভোগ্য। পড়তে এসে দেখলাম আগেও পড়ে গেছি! অতিশয়োক্তি না হলে বলতে হয়; অমন কবিতা লেখা কেবল মেধাতেই হয় না। প্রবল ধীশক্তি, চর্চা ও কাব্যজ্ঞানের প্রয়োজন। আবারো নতুন করে অনুভব করলাম; এই কবিতার আসরের হাল যথার্থ কাণ্ডারীর হাতেই ধরা আছে।
১৩ মার্চ ২০২০
ধন্যবাদ বুলবুল দা!
মনি
মনি
১২ জুন ২০১৫
কবিতা ভাল হইসে...। পরে মনে হইল, তুমি ছরা ভাল লিখতে পারবা।
১৩ মার্চ ২০২০
ধন্যবাদ!
২৩ মে ২০১৫
শুধু কবিতার আসর নয়, কালের পাতায় জায়গা করে নেবে এমন কবিতা। অপূর্ব!
২৫ মে ২০১৫
ধন্যবাদ হাফিজুর রহমান :)
শহীদ
শহীদ
২১ মে ২০১৫
এক কথাই চমৎকার
২১ মে ২০১৫
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কবিতাটি আবৃত্তির জন্য। আমি নিজেই মুগ্ধ হয়ে শুনেছি কবিতাটি আপনার আবৃত্তিতে। পরের বার আপনি আবৃত্তি করলে তা রেকর্ড করে রাখতে হবে। :)
২০ মে ২০১৫
কবিতাটি স্বরবৃত্ত ছন্দমাত্রায় বেশ হয়েছে। তবে, সকল পূর্ণ পর্বগুলো চার মাত্রার হলেও, ''বেড়িয়ে এসে'' পাঁচ মাত্রার হয়ে গেলো। যদিও কাব্য পঠনের চলমানতার দিক দিয়ে আটকিয়ে যায় না। ব্যতিক্রম হিসেবে মেনে নেয়া যায়। আর ''ক্ষুদ্র থেকেও'' এখানে চার ও পাঁচ দু'ভাবেই হিসেব করা যায়। তবে, 'ও' টা বাদ দিলে শ্বাসাঘাতের প্রভাবটি ভালো হয়। সর্বপরি, দারুণ হয়েছে, কবি পল্লব।
২১ মে ২০১৫
কবীর ভাই, স্বরবৃত্ত নিয়ে আরও একটু ঘাটাঘাটি করে আবিস্কার করলাম যে ৫ মাত্রার হলেও "বেরিয়ে এসে" শুনতে গেলে ৪ মাত্রা বলে স্বরবৃত্তে ৪ মাত্রাতেই বিবেচ্য হবে। যেমন রবীন্দ্রনাথের কবিতা থেকে নেয়া নিচের দুই লাইনে "ঘুম পাড়িয়ে" আর "হারিয়ে গিয়ে" দু'টো পর্বই ৪ মাত্রা করে হবে, যদিও "হারিয়ে গিয়ে" হিসাব করতে গেলে ৫ মাত্রার হয়। আমাকে মা,/ যখন তুমি/ ঘুম পাড়িয়ে/ রাখ, তখন তুমি/ হারিয়ে গিয়ে/ তবু হারাও/ নাক। একইভাবে কাঁপিয়ে পাখা, ঘুমিয়ে থাকা, জিরিয়ে নিয়ে বা নেওয়া, কাঁদিয়ে মারা ইত্যাদি দলবৃত্ত ছন্দে চার মাত্রার মূল্য পায় জানতে পারলাম। তাই আমার কবিতায় মূল অর্থ ঠিক রাখার জন্যে আবারও "বেরিয়ে এসে"-ই ব্যবহার করলাম।
২১ মে ২০১৫
এগুলো মাত্রা হিসেবের ব‌্যতিক্রম। উচ্চরণে তাল কেটে না গেলে মেনে নিতে হয়। তা' কিন্তু আমি প্রথম মন্তব্যেই বলেছি। অনেক ধন্যবাদ ছন্দ নিয়ে চিন্তাভাবনা করে আমাকেও সম্মৃদ্ধ করার জন্য। ভালো থেকো প্রিয় পল্লব।
২১ মে ২০১৫
ধন্যবাদ কবীর ভাই, সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য। "বেড়িয়ে এসে" আসলেই ৫ মাত্রার হয়ে গেছে, যা অসাবধানতাবশতঃ আগে খেয়াল করিনি। একে চার মাত্রায় চেঞ্জ করে দিলাম। আর "ক্ষুদ্র থেকেও" কথাটিতে জোর দেয়ার জন্য শেষের "ও" টা রাখছি। এটার উচ্চারণ করতে হবে চার মাত্রাতেই।
২১ মে ২০১৫
উত্তম হয়েছে 'সার্থকতা'। ভালো থেকো প্রিয় পল্লব।
২১ মে ২০১৫
আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
Moumita
Moumita
২০ মে ২০১৫
Besh valo
২০ মে ২০১৫
ধন্যবাদ :)
১৯ মে ২০১৫
খুবই সুন্দর একটি কবিতা পাঠ করলাম আন্তরিক শুভেচ্ছা রইল কবিকে।
১৯ মে ২০১৫
ধন্যবাদ রুহুল আমীন :)
১৮ মে ২০১৫
অভিন্ন এই আমায় খোঁজার' তাড়াই সকল মানুষের জীবনের মূল চালিকাশক্তি -- খুব সুন্দর --সেই ভাবে ও ছন্দে -- শুভেচ্ছা কবি ।
১৯ মে ২০১৫
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। :)
১৮ মে ২০১৫
"তাইতো আমি সবার ভিড়েই অভিন্ন এই আমায় খুঁজি," ইংরেজি সেই প্রবাদটির কথাই মনে করিয়ে দেয় - "Every individual is exceptional & unique" এ যেন হাজার মানুষের ভিড়ে নিজের সত্ত্বাকেই খুঁজে ফেরা। কবি যথার্থই বলেছেন - ব্যক্তিগত জীবনে লাভক্ষতির সার্থকতা খুঁজতে গেলে তৃপ্তির চেয়ে অতৃপ্তি পাল্লাই ভারী হয়ে উঠতে পারে। তারচে' বরং সেটাতেই পরম তৃপ্তি খুঁজতে পারি যে; আমি সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে জন্ম নিয়েছি। এরচে' বড় সার্থকতা আর কিছু নেই। ছন্দ বিষয়বস্তু ও বিন্যাসে একটা স্মরণযোগ্য ও অনুকরণীয় কাব্য। অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবিকে।
১৯ মে ২০১৫
অনেক অনেক ধন্যবাদ বিশদ মন্তব্যের জন্য। তবে সবার ভিড়ে নিজেকে আলাদা করে খোঁজা না, নিজেকেও সবার মধ্যে একজন হিসাবে খুঁজে পাওয়াই বুঝিয়েছি এখানে। অর্থাৎ আমি নিজেও অন্য আর কারও চেয়ে আলাদা কিছু না। :)
১৮ মে ২০১৫
অসাধারণ লাগলো কবি। এই বোধ মন প্রাণ ছুঁয়ে গেল। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
১৯ মে ২০১৫
ধন্যবাদ আশিস চৌধুরী :)
১৮ মে ২০১৫
ক’জন পারি কেন্দ্র ছেড়ে বেড়িয়ে এসে বিশ্ব জুড়ে দেখতে নতুন আলোর জ্যোতি? খুব খুব সুন্দর!!
১৯ মে ২০১৫
ধন্যবাদ জসিম খান :)
১৮ মে ২০১৫
বিলিন হয়ে যাওয়ার ভাব ... এক হয়ে যাওয়ার ভাব ... খুব সুন্দর লেখা কবি
১৮ মে ২০১৫
ধন্যবাদ! :) মন্তব্যে কবিতার সারমর্মটি সুন্দরভাবে বলে দিয়েছেন।
১৮ মে ২০১৫
ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র আমার সার্থকতাও ক্ষুদ্র ভাবি...।। -অনবদ্য পরিশীলিত ভাবনা ভাবনার কবিতা। অভিজ্ঞতারও। খুব ভালো লাগল।
১৮ মে ২০১৫
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। :) ধন্যবাদ।
১৮ মে ২০১৫
অসাধারন একটি কবিতা ! মুগ্ধ , বিমোহিত হলাম কবি। মুগ্ধতাই রইল শুধু।
১৮ মে ২০১৫
ধন্যবাদ শ্রাবণী সিংহ! :)
১৮ মে ২০১৫
স্বরবৃত্ত লঘুভাবনার ছন্দ জানতাম। তাতে এমন অসাধারণ দ্যোতনাময় ভাবনাজার বিছানোর সক্ষমতা দেখে আমি বিমোহিত, কবি। অনবদ্য।
১৮ মে ২০১৫
শুধুমাত্র স্বরবৃত্তেই কিনা জানি না, তবে অনেকেরই ধারণা যে অন্তঃমিল দিয়ে লেখা কবিতায় ভাবের গভীরতা প্রকাশ করা যায় না। হয়তো আসলেই উপস্থাপনায় ভাবগাম্ভীর্য্য কমে আসে, তবে শ্রুতিমধুরতা তো আরও অনেকাংশে বেড়ে যায়। আমার মতে আসলে দরকার হচ্ছে ছন্দের ও অন্তঃমিলের উপর ভালো দখল। নইলে কবিগুরুর "দুইবিঘা জমি", "সামান্য ক্ষতি" কিংবা নজরুলের "কাণ্ডারি" বা "বিদ্রোহী" কবিতায় অন্তঃমিল দিয়েও কি আবেগের বা কথার গভীরতা কোথাও কম প্রকাশিত হয়েছে? আমরা সেই দক্ষতা বাড়াবার চেষ্টা না করে সহজ পথটাই বেছে নেই আগেভাগে। আর তাই গুরুভাবনা প্রকাশের ক্ষেত্রে ছন্দ প্রয়োগের চেষ্টা না করেই ভিন্ন পন্থা অবলম্বন করি। আমার কবিতায় অবশ্য ততোটা গুরুভাবনা প্রকাশ পায়নি। তাও আপনার ভালো লেগেছে জেনে আনন্দি হলাম।
১৮ মে ২০১৫
হাজার ভিড়েও নিজেকেই খুঁজে ফেরা, সৃষ্টিশীল চেতনার প্রকাশ, খুব ভাল লাগল !
১৮ মে ২০১৫
ধন্যবাদ। :) ঐ লাইনটির অর্থ হবে সকলের ভিড়ের মাঝে নিজেকেও অন্যদের থেকে অভিন্ন একজন হিসাবেই আমি খুঁজে পাই, আলাদা করে নয়। অর্থাৎ সকলের মাঝে আমি আলাদা বিশেষ কেউ না, এটাই অনুভব করতে পারা।
১৮ মে ২০১৫
কবিতায় জীবনের সার্থকতার নতুন অর্থ খুঁজে পেলাম...কবিকে শুভেচ্ছা ।
১৮ মে ২০১৫
ধন্যবাদ আপনাকে :)
মন্তব্য করুন