My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ঋণ


যাচ্ছে যে দিন, বাড়ছে বয়স
হচ্ছি বুড়ো দিনকে দিন,
পাচ্ছি যা তাই জমছে খাতায়
আর জীবনের বাড়ছে ঋণ।


কি দিয়েছি আর কি পেলাম
করছি যতোই হিসাব তার,
দানের খাতায় স্বার্থ দেখি,
পাওয়ার খাতায় দেনার ভার!


কর্মযোগে বস্তু মিলে,
করছি যে কাজ রাত্রিদিন,
আপন ভোগের লক্ষ্যে সবই
নয় কিছু তার স্বার্থহীন।


চক্রে পড়ে ঘুরছি শুধুই
করছি না তো চক্র ভেদ,
দিনে দিনে বাড়ছে বয়স
এবং সাথে বাড়ছে খেদ।


রচনাকাল - ৩ সেপ্টেম্বর ২০১৬ ইং



৮টি মন্তব্য


২২ নভেম্বর ২০১৬
অসাধারণ লাগলো জীবনবোধের কবিতা... কবিতার গভীরতা মন ছুঁয়ে গেলো ......... আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা
৮ ডিসেম্বর ২০১৬
ধন্যবাদ আনম্র কবি!
১১ সেপ্টেম্বর ২০১৬
বাড়ছে বয়েস হচ্ছি বুড়ো দায় মিটানো করিনি শুরু বাড়ছে যত ঋণের বোঝা কমছে না তো স্বার্থ খোঁজা ছিলাম অবোধ আছিও তাই স্বার্থ খোঁজায় নেই কামাই। চমৎকার ভাববাদী কবিতা পড়লাম। প্রিয় কবিকে অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা🌙
১৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ অনিরুদ্ধ বুলবুল
১০ সেপ্টেম্বর ২০১৬
শব্দে, ভাবে কাব্যকথা ভাবার মতো রাত্রিদিন, স্যালূট কবি, ভালো থেকো, যায় বলে এ অর্বাচীন।
১৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ কবীর ভাই!
১০ সেপ্টেম্বর ২০১৬
এটা সত্যিই জীবনের গভীর উপলব্ধি !
১৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ সাবলীল মনির।
১০ সেপ্টেম্বর ২০১৬
দারুন ছন্দ, দারুন জীবনবোধ। খুব ভালো লাগল।
১৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ শ্রীতরুণ...
১০ সেপ্টেম্বর ২০১৬
ছড়া নয় ছররা..... দিগ্বিজয়ী ভাবনা আর 'অনুভবের আলাপচারিতা'য় মন আমার 'পাগলপারা'...... সৌদামিনী***
১৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ প্রনব-দা
১০ সেপ্টেম্বর ২০১৬
ভাাল
১৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ আরিফ হোসেন।
১০ সেপ্টেম্বর ২০১৬
আপনার এই উপলব্ধি শুধু পড়লাম আর ভেবে নিশ্চুপ হলাম! মন্তব্য করার দুঃসাহস আমার নেই। শুভকামনা জানাই।
১৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ সৌমেন বন্দোপাধ্যায়।
১৯ সেপ্টেম্বর ২০১৬
আপনার কবিতা দুটি দেখে নেব কবি। যাঁরা সময় অভাবে নতুন লেখা দিতে পারছেন না - তাঁদের "স্বজন" কবির তালিকায় রেখে কাব্য প্রকাশ করব এই ভাবনা স্থির করেছি। আর একটি কথা, যদি আপনি সম্মত্তি দেন, পত্রিকাটিতে শুধু মাত্র Front Page-এ বাংলা কবিতার LOGO টি দিতে চাই ... অনুগ্রহ করে আপনি জানালে বাধিত হব। শুভেচ্ছা।
১৭ সেপ্টেম্বর ২০১৬
কবির নিকট একটি অনুরোধ রাখি। আগামী ৬ই নভেম্বর ২০১৬ তারিখে এই আসরের কবিদের কবিতা নিয়ে একটি .PDF বই প্রকাশ করতে যাচ্ছি...সেকারণে আপনার নিকট থেকে একটি কাব্য আহ্বান করছি কবি ..."উৎসবে মাতি" বিষয়ের উপর, যাহা আমি আলোচনা বিভাগে আনুরোধ রেখেছি গত ৩১/৮/১৬ তারিখে। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানবেন কবি।
১৭ সেপ্টেম্বর ২০১৬
পুরানো কবিতা দেয়া গেলে চাইলে আমার "মাতাল সুখ" কবিতাটি কিংবা "ঢেউয়ের তালে" দেখতে পারেন। নতুন কবিতা অনেকদিন ধরেই ঠিকমতো লেখা হচ্ছে না। তাই সেক্ষেত্রে কথা দিতে পারছি না। আপনাকেও আগাম শারদীয় শুভেচ্ছা!
মন্তব্য করুন