প্রেমের কর্মফল
প্রেম-প্রীতি-ভালোবাসা
মনের যতো না আশা
সব চলে কর্মেরই প্রভাবে,
কতো কিছু করে তাও
শেষে যদি ছ্যাঁকা খাও,
বুঝবে তা কর্মেরই অভাবে।
প্রেমের এ রসায়নে
যা যা ঘটে দুই মনে,
দু'জনেরই কর্মের ফল তাই।
একা তুমি যাই করো
ফলহীন, যদি ধরো
অপরের নেই কোন চেষ্টাই।
আবার কখনও আসে
দু'জনেই ভালোবাসে,
তাও শেষে বৃথা তার মর্ম,
দু'জনের এ চেষ্টায়
যোগ হয় শেষটায়
আরও অনেকেরই নানা কর্ম।
সব মিলে ফলাফল
হয়ে যায় ঘোলা জল,
হৃদয়টা ভেঙ্গে হয় চূর্ণ।
তাই দেখি দিন শেষে
হিসাব মিলাতে এসে
সবকিছু গোলমালে পূর্ণ।
(রচনাকাল: ২৯ জানুয়ারি ২০১৫ ইং)
১৫টি মন্তব্য
মন্তব্য করুন