My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

প্রেমের কর্মফল


প্রেম-প্রীতি-ভালোবাসা
মনের যতো না আশা
সব চলে কর্মেরই প্রভাবে,
কতো কিছু করে তাও
শেষে যদি ছ্যাঁকা খাও,
বুঝবে তা কর্মেরই অভাবে।
প্রেমের এ রসায়নে
যা যা ঘটে দুই মনে,
দু'জনেরই কর্মের ফল তাই।
একা তুমি যাই করো
ফলহীন, যদি ধরো
অপরের নেই কোন চেষ্টাই।
আবার কখনও আসে
দু'জনেই ভালোবাসে,
তাও শেষে বৃথা তার মর্ম,
দু'জনের এ চেষ্টায়
যোগ হয় শেষটায়
আরও অনেকেরই নানা কর্ম।
সব মিলে ফলাফল
হয়ে যায় ঘোলা জল,
হৃদয়টা ভেঙ্গে হয় চূর্ণ।
তাই দেখি দিন শেষে
হিসাব মিলাতে এসে
সবকিছু গোলমালে পূর্ণ।


(রচনাকাল: ২৯ জানুয়ারি ২০১৫ ইং)


১৫টি মন্তব্য


২২ জুন ২০১৬
একদম ঠিক কবি আজ প্রথম পড়লাম আপনার কবিতা ছন্দে ভরপুর .... বাকরুদ্ধ
২৩ ফেব্রুয়ারি ২০১৬
সত্যি কবিবর অপূর্ব লিখেছেন কর্মফল জীবনের পাঁজড়ে... চিন্তার আঁচড়ে... কর্মের সাথে গাঁথা l আন্তরিক শুভেচ্ছা
১৩ ফেব্রুয়ারি ২০১৬
বাহ! কবি। অনেক সুন্দর, মুগ্ধ হলাম পড়ে।
১২ ডিসেম্বর ২০১৫
দারু কাব্য গাঁথুনী
৯ ডিসেম্বর ২০১৫
কবির কবিতায় প্রথম মন্তব্য করলাম,অসাধারণ এক কবিতা।জীবনে প্রেমের মজাও যেমন আলাদা,ঠিক তেমনি কষ্টটাও আলাদা!
৯ অক্টোবর ২০১৫
বেশ সুন্দর কবিতা কবি। কিন্তু আমার একটা অভিযোগ আছে, আমার তারুণ্য ব্লগ এ লগিন করতে পারছি না msukhendu1@gmai.com এ new password দয়া করে পাঠিয়েদিন। ধন্যবাদ।
১০ অগাস্ট ২০১৫
পোষ্টের সাথে সাথেই পড়েছি। ভাল লাগলো ছন্দে প্রেম উপাখ্যান। শুভেচ্ছা-
১০ অগাস্ট ২০১৫
বেশ, লেখা। ভালো লাগলো।
১০ অগাস্ট ২০১৫
সুন্দর আর যথার্থ আপনার লেখা । শুভেচ্ছা নেবেন কবি ।
১০ অগাস্ট ২০১৫
অসাধারণ লিখেছেন সম্মাণীয় এডমিন । অনেক শুভেচ্ছা জানালাম ।
১০ অগাস্ট ২০১৫
প্রেম রোগে ধরেনি এমন আছে কয়জনা তাই যেনো দেখছি ফেরা আর গেলোনা। সুন্দর হয়েছে রং রসে কবিতাখানি।
১০ অগাস্ট ২০১৫
দারুণ ছন্দ আর চমৎকার বিষয়ে লেখা কবিতাটি খুব ভাল
১০ অগাস্ট ২০১৫
অপূর্ব লেখা। বিশেষ করে ভালো লাগলো, "দু'জনের এ চেষ্টায় যোগ হয় শেষটায় আরও অনেকেরই নানা কর্ম।"
১০ অগাস্ট ২০১৫
প্রেম বড়ো যাদুকর এই আপন, এই পর ছুঁতে গেলে চলে যায় দূরে প্রেমের বারতা নিয়ে এসেছিলো মন প্রিয়ে গেয়েছিলো কোন গান সুরে ..... ভালো লাগলো প্রেমের কড়চার ছন্দময়তা।
১০ অগাস্ট ২০১৫
হা হা হা...!!! মনে হচ্ছে জীবন থেকে নেয়া...!!! বেশ লিখেছেন...
মন্তব্য করুন