My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

প্রেমের বাণী


ভালোবাসায় কষ্ট আছে, হৃদয় পোড়ে জানি।
নষ্ট সুখের কষ্ট বুকে
ছাই চাপা রয়, জ্বালায় ধুকে,
ভালোবাসার কষ্ট যে তাই বড়ই অভিমানী!


কিন্তু প্রেমের আগুনেরও ফুলকি যখন ওড়ে,
তারই মাঝে অসীম সুখের স্বপ্ন বেড়ায় ঘুরে!
ফুলকিগুলো ছাই হলে তাও
ছাইয়ের মাঝে কষ্ট ছাড়াও
ছোট ছোট স্মৃতির কণায় সুখেরই হাতছানি!


অভিনয়ে যতোই হাসি,
তার আড়ালে সর্বনাশী
সর্বগ্রাসী পাগলপারা তুফান যতোই নাচে,
সুখের স্মৃতি আঁকড়ে ধরেই ভালোবাসা বাঁচে।


ছাইয়ের থেকেও নতুন করে যে প্রেম উঠে জ্বলে,
তাকেই জানি ভালোবাসার অমর স্বরূপ বলে।
অভিমানের দুয়ার খুলে
কষ্ট দলে কষ্ট ভুলে
ভালোবাসা বাঁচতে শেখায়, এটাই প্রেমের বাণী।



রচনাকাল: ২ নভেম্বর ২০১৬ ইং



১৩টি মন্তব্য


২৩ মার্চ ২০১৭
চমৎকার ভাবনার অনন্য কাব্য মন ছুঁয়ে গেল কবি'জি--
২৪ মার্চ ২০১৭
ধন্যবাদ সোহেল!
৯ জানুয়ারী ২০১৭
অনবদ্য। চমৎকার প্রেম কাব্য। শুভেচ্ছা জানবেন কবি।
৯ জানুয়ারী ২০১৭
ধন্যবাদ কুয়াশা!
২৭ ডিসেম্বর ২০১৬
চমতকার সৃষ্টি, প্রেম যে এমনি গো, যে তার ত্বরে থাকে তাকে কাঁদায়, হাসায়, সাজায়। খুব ভালো লাগল।
২৮ ডিসেম্বর ২০১৬
ধন্যবাদ আপনাকে।
৮ ডিসেম্বর ২০১৬
ভালোবাসার ধ্বংসস্তুপের ভেতর থেকে ফুলকির ছটা নিয়ে আবার যে ভালোবাসার জন্ম হয়; তা ফিনিক্স পাখির মত অমরতা লাভ করে। দারুণ কাব্যিক অনুভূতির প্রকাশে বিমুগ্ধ কবি। ভালো লাগলো কবিতা।
৮ ডিসেম্বর ২০১৬
ধন্যবাদ কবীর ভাই!
২২ নভেম্বর ২০১৬
ভালবাসার অনেক রুপের প্রকাশ ঘটেছে আপনার কবিতায়। অসাধারণ লিখেছেন।
২৫ নভেম্বর ২০১৬
ধন্যবাদ পল্লব কুমার!
২২ নভেম্বর ২০১৬
ভালো লাগলো ভাই
২৫ নভেম্বর ২০১৬
ধন্যবাদ মলয় গাঙ্গুলী
২২ নভেম্বর ২০১৬
মুগ্ধ হলাম ভাবনার গভীরতায় .......... কবিকে শুভেচ্ছা অন্তহীন
২৫ নভেম্বর ২০১৬
ধন্যবাদ অনির্বান
৭ নভেম্বর ২০১৬
প্রথম ও শেষ লাইনেই কবিতার মর্মার্থ পেলাম। খুব ভালো লাগলো প্রিয় কবি।
১০ নভেম্বর ২০১৬
ধন্যবাদ তপন দাস
৩ নভেম্বর ২০১৬
সর্বোপরি ভালবাসা আসলে বাঁঁচতে শেখায় অপরূপ ছন্দে সুন্দর কবিতা, শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় কবিকে, ভাল থাকুন নিরন্তর ।
৩ নভেম্বর ২০১৬
ধন্যবাদ ফিরোজ হোসেন
৩ নভেম্বর ২০১৬
"সুখের স্মৃতি আঁকড়ে ধরেই ভালোবাসা বাঁচে" আহারে কি দারুণ! নীতি কথা। অনেক দিন পর আপনার লেখা নজরে পড়লো অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩ নভেম্বর ২০১৬
ধন্যবাদ ফয়েজ উল্লাহ রবি! হ্যাঁ, অনেক দিন পড়েই লেখা হলো, তাও গীতিকবি রফিকউজ্জামান আংকেলের এক গীতিকবিতায় প্রভাবিত হয় তার প্রত্যুত্তরে...
৩ নভেম্বর ২০১৬
এমনি যখন হয়না লেখা হউক না তা প্রত্যুত্তরে, ক্ষতি কি এমন করে কাব্য হলে কবি জাগে মনের ভেতরে।
৩ নভেম্বর ২০১৬
অসাধারণ! খুব ভালো লাগল। কবিতার শিরোনামটিও বেশ! অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। একটি অনুরোধঃ ফেসবুক পাতায় নিয়মিত কবিতা পোস্ট করলে ভালো হয়।
৩ নভেম্বর ২০১৬
ধন্যবাদ! ফেসবুকের পাতায় নিয়মিত লেখা দিতে চাই। তবে এটা একার পক্ষে প্রতিদিন সম্ভব হয় না। আগ্রহী আরও কয়েকজন পেলে তাদের পেজের মডারেটর করে দিতে পারি।
৪ নভেম্বর ২০১৬
আমি আপনাদের সাথে থাকতে চাই। যদি কোনো কাজে লাগতে পারি এই কবিতার সাথি হয়ে, তাহলে বেশ হয়। প্রয়োজন হলে জানাবেন। শুভেচ্ছা।
৩ নভেম্বর ২০১৬
"কবিতা চোর" পেইজে এখন আর পোষ্ট করা হয় না, অনেকটা চুরি কমে গেছে এটা ভাল দিক, এবার কবিতার পেইজে চলুক কাব্যের আগুন।
৩ নভেম্বর ২০১৬
তুমি সব পেয়েছো তবুও সুখী নও ! আমি সব হারিয়েছি তবুও দুঃখী নই, সুখ দুঃখ হবে এক তুমি আমি হাতে হাত।
৩ নভেম্বর ২০১৬
ধন্যবাদ
২ নভেম্বর ২০১৬
ভাল লিখেছেন কবি।। বেশ লাগলো।
৩ নভেম্বর ২০১৬
ধন্যবাদ শুভ্র!
মন্তব্য করুন