My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

পাওয়ার হিসাব


প্রত্যেকে আমরা বারে বারে চেয়েছি
আমাদেরই বুঝে যেন অন্যে,
হিসাবটা কষে দেখি কতটুকু পেয়েছি,
প্রাপ্তি তো আমাদেরই জন্যে।


তাকেও বুঝতে যে হবে
সেকথা ভেবেছি কবে?
দাঁড়াইনি নিজে দাঁড়িপাল্লায়।
বিচারের আসামী
পাশাপাশি যে আমি,
সেই বোধ বিকিয়েছি গোল্লায়।


পাওয়ার হিসাব ছাড়া ছাড়িনি তো কিছু কারো জন্যে।
না পাওয়ার বেদনায় নিজেকে মিলাই তাই শূন্যে।


(রচনাকাল: ১৪ অক্টোবর ২০১৪ ইং)
কবিতাটি মূলতঃ নিচের লিঙ্কের কবিতাটির উত্তরে মন্তব্য হিসাবে লিখেছিলাম:
http://www.bangla-kobita.com/00000909/post20141014123810/



৮টি মন্তব্য


১৫ জানুয়ারী ২০১৬
শেষ দুটো লাইনে এসে কবিতা স্বেচ্ছায় ধরা দিয়েছে।এই আসর সমৃদ্ধ হোক।স্বপ্নচারী মানুষেরা সুন্দরের স্বপ্নে হাতে তুলে নেয় কলম-যা কিনা শেষ পর্যন্ত কলম থাকেনা,গণমানুষের কণ্ঠস্বর হয়ে স্বাক্ষী থাকে সময়ের পৃষ্ঠায়, কালের দেয়ালে।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
১ মে ২০১৫
আমি প্রথমবার আপনার লেখা পড়লাম। খুব ভালো লাগল। শুভেচ্ছা নেবেন।
২৯ অগাস্ট ২০১৮
ধন্যবাদ!
১ এপ্রিল ২০১৫
কবির ভাবনা দারুণ লাগলো ।আন্তরিক শুভেচ্ছা আর প্রাণ ভরা ভালবাসা জানালাম।
২ এপ্রিল ২০১৫
ধন্যবাদ আশিস চৌধুরী :)
১ এপ্রিল ২০১৫
আমিত্ববাদ থেকে মুক্তির মাধ্যমে সৃষ্টির অংশ হয়ে যাওয়া ও প্রতিদানহীন ভালোবাসার উচ্চতাই পারে মানুষকে নির্মোহ করতে ... এ ভিন্ন মানবতার উত্তরণ সুকঠিন ... লেখক ভাবনা ভালো লাগলো ... যৌক্তিক উপস্থাপনা তবে আরেকটু কাব্যিকতার প্রত্যাশা রয়ে গেলো ...
২ এপ্রিল ২০১৫
ধন্যবাদ বিশদ মন্তব্যের জন্য :)
১ এপ্রিল ২০১৫
চমৎকার অনুভূতি!! ভাল লেগেছে কবি।। শুভেচ্ছা জানবেন।।
২ এপ্রিল ২০১৫
ধন্যবাদ জসীম উদ্দীন :)
৩১ মার্চ ২০১৫
বেহিসেবি প্রেম বিলিয়ে দিলেম ফিরিয়ে দিলো সে হিসেব করে, তবু আছি সাথে দিবসে ও রাতে জ্বলুক অাগুন নিজের ঘরে। হিসেব করে সব করা যায় না। হিসেবের বাইরেও একটি জীবন আছে বা থাকে; তাকে কিন্তু অবহেলা করে এড়িয়ে যাওয়া যায় না। কেমন আছো কবি পল্লব? পরিবারের সকলকে নিয়ে সুন্দর থাকো কামনা করি।
৩১ মার্চ ২০১৫
জানি জানি হিসেব নিকেশ করতে গেলেই গোল বাধে, কেউ আছে তাও সবকিছুতেই হিসেব টানে আহ্লাদে। হিসেব শেষে মাথার সকল চুল টানে কেউ বদরাগে। কারও আবার হিসেব শেষেই মনের কোনে সুখ জাগে। :) কবিতাটি অপর কোন এক কবিতার মন্তব্যে তাৎক্ষনিক লিখেছিলাম। আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার খবর কি?
৩১ মার্চ ২০১৫
ভালো।
৩১ মার্চ ২০১৫
অত্যান্ত সত্য কথা, সে কারনেই বোধ করি এই প্রাণী কুলের সাথে সমতুল্য আর কাহাকেও পাঠায় নি বিধাতা। অনেক গভীর থেকে উঠে আসা ভাব।
৩১ মার্চ ২০১৫
ধন্যবাদ :)
৩১ মার্চ ২০১৫
সত্যবাদী লেখা।
৩১ মার্চ ২০১৫
অনেক ধন্যবাদ :)
মন্তব্য করুন