My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

অনন্তের পথে


যদি ঐ মেঘের ভারেই
আঁধার নামে বসুন্ধরায়,
আমি তাও বাইবো তরী
অনন্তেরই এই দরিয়ায়।
যতদূর চলতে পারি
চলবো তবু ছাড়বো না হাল,
যদি হাল ছাড়ি তবে
হাল ছাড়াতেই মেলাবো তাল।
যেদিকে স্রোত নিয়ে যায়
চলবো স্রোতের বাঁকে বাঁকে,
আমাকে দেখতে হবে
শেষের পরেও শেষ কি থাকে।


(রচনাকালঃ ২৬ অগাস্ট ২০১২ ইং)



৯টি মন্তব্য


২০ নভেম্বর ২০১২
ধন্যবাদ মহিউদ্দিন হেলাল, যুগল ঠাকুর এবং সাইদুর রহমান।
২০ নভেম্বর ২০১২
সুন্দর লিখেছেন।
২০ নভেম্বর ২০১২
ভাল ।
২০ নভেম্বর ২০১২
আমাকে দেখতে হবে শেষের পরেও শেষ কি থাকে। দারুন, ইচ্ছা শক্তি যখন এই ভাবে কাজ করে তখন কোন স্রোতই তাকে আটকাতে পারেনা।
২০ নভেম্বর ২০১২
ধন্যবাদ যুগল ঠাকুর... :)
২০ নভেম্বর ২০১২
দৃঢ় প্রত্যয়ী কবি। ভাল..
২০ নভেম্বর ২০১২
ধন্যবাদ অরুন কারফা। তবে আমি কিন্তু "শেষের পরেও শেষ কি থাকে"-ই বুঝাতে চেয়েছি।
২০ নভেম্বর ২০১২
"শেষের পরেও শেষ কি থাকে"। এটা মনে হয়, হবে, শেষের পরেও শেষে কি থাকে, কিছু মনে করবেন না, পড়ব তবে বিপাকে।
২০ নভেম্বর ২০১২
সুন্দর ছন্দময়, অনাবিল আনন্দময়।
মন্তব্য করুন