My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

অক্ষয় প্রেম


কখনও এমন কেন হয়?
সময় দাঁড়ায় থেমে,
হৃদয়ে তোমার প্রেমে
খরস্রোতা নদী যেন বয়।
দুই পার আঁকাবাঁকা,
সাদা কাশবনে ঢাকা,
সুদূরে আঁধারে শুধু
চাঁদ জেগে রয়।
মিটিমিটি তারা সবে
ছুঁয়ে যায় অনুভবে,
তোমার বারতা লয়ে
কত কথা কয়।
সে কথা মিলায় দূরে
মৌন মাতাল সুরে,
বাতাসের ডানা বেয়ে
জাগে প্রত্যয়।


কখনও এমন কেন হয়?
কাছে থাকো তাও যেন
দূরে সরে যাও, কেন
দু'জনার মাঝখানে বৈরী বলয়?
তোমার পরশ ঘিরে
স্বপ্ন যা মন জুড়ে,
আঘাতে আহত সেই
সুখের আলয়।
যা ছিল হারায়ে সবই
আপন ভুবনে ডুবি,
তুমিহীনা সে ভুবন
ধু ধু বালুময়।
সব কিছু ক্ষয়ে যায়,
তারই মাঝে রয়ে যায়
তোমার আমার প্রেম
চির অক্ষয়।


(রচনাকালঃ ২৫ মার্চ ২০০৯ ইং)



৬টি মন্তব্য


১৬ ফেব্রুয়ারি ২০২০
অপূর্ব প্রেমের নিদর্শন! পল্লব আশফাক - সাইদ খোকন নাজিরী তোমাকে দেখার বড় স্বাদ ছিল মেঘের আড়াল থেকে সূর্যের মত এক পলক উকি দিলেও হয়ত পূর্নতায় ভরে ওঠত খাঁ খাঁ করা আবেগী মনটা।কিন্তু তা হল কই। বেশি টাকা হলে বুঝি সূর্য সন্তানরা মাতৃভূমি পায়ে ঠেলে দেয় এমন ভাবনা আমার কেন হল জানো কারন, দীর্ঘদিন ধরে বুকে আমি একজন পল্বব আশফাক কে পুষছিলাম, ১৫ ফেব্রুয়ারী কবি সন্মেলনে দেখা হবে সুফিয়া কামাল অডিটিরিয়মে। কিন্তু দেখা হলনা, একে আমি ভাগ্যের নির্মম পরিহাস বলবনা, কারন যার অডিও বার্তার সূত্র ধরে কবি সন্মেলনের মত এত বড় অনুষ্ঠান সফল হয়, তার ইচ্ছার কাছে আমার ইচ্ছাগুলো পুড়ুক চিতায়, তার ইচ্ছার হোক চির জয়। রচনাকালঃ১৬/০২/২০২০ স্থানঃ রামপুরা,ঢাকা।
১৭ ফেব্রুয়ারি ২০২০
ধন্যবাদ আমায় নিয়ে সুন্দর কবিতা লেখার জন্য!
৩ ডিসেম্বর ২০১২
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ...
১ ডিসেম্বর ২০১২
কবিতাটি প্রেমে ভরা,
১ ডিসেম্বর ২০১২
''সব কিছু ক্ষয়ে যায়, তারই মাঝে রয়ে যায় তোমার আমার প্রেম চির অক্ষয়।'' সৃষ্টি তো করিলে ভালো একটি বিষয়।
১ ডিসেম্বর ২০১২
প্রেম যে এমন ছন্দ জাগায়, দেখলাম একথা তোমার পাতায়।
১ ডিসেম্বর ২০১২
প্রেমের অনেক নাম দিন ভরা তার কাম আসলো অনেক,গেল কারা হিসাবের নেই তারা, কিন্তু প্রেম ছিলো,আছে থাকবে আমাদের মাঝে
মন্তব্য করুন