My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

নিঃসঙ্গ ভূবন


লোক দেখানো হাসির মাঝে
বিষাদ আমার লুকিয়ে রাখা,
সবার মাঝেও আমার ভূবন
দেয়াল ঘেরা ভীষণ একা।
দ্বার খুলে তার কিসের আশায়
প্রতীক্ষা মোর প্রতি ক্ষণে?
সবাই দেখি সুখ যে কুড়ায়,
দুঃখ জমে মনের কোনে।
যাদের আশায় বুক বেঁধে ফের
নতুন দিনের পাই যে আশা,
তাদের চোখেই জগত দেখি,
দুই কুলে তার নেই ভরসা।
সবাই বুঝে আপন ভূবন
আমায় বুঝার কেউ কি আছে?
আজ যেন ঠিক টের আমি পাই
কাছের লোকও নেই তো কাছে।



[রচনাকালঃ ৪ জুলাই ২০০২ ইং]



৫টি মন্তব্য


২৯ অক্টোবর ২০১২
ধন্যবাদ গাজী তারেক আজিজ, রাখাল, অরুন কারফা ও সুদীপ তন্তুবায় (নীল)।
২৭ অক্টোবর ২০১২
খুব ভালো হয়েছে । আমার কবিতাগুলো পড়ে মন্তব্য করুন । ভালো থাকুন
২৬ অক্টোবর ২০১২
কিসের দুঃখে তোমার এত হাহাকার, তোমার তরেও কেউ রয়েছে কোথাও, নেই কেবলি সেতু হয়ত যোগাযোগ করাবার।
২৬ অক্টোবর ২০১২
দারুন হয়েছে ।
২৫ অক্টোবর ২০১২
দারুণ লিখেছেন।
মন্তব্য করুন