My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

নিঝুম রাতের ভাবনা


যখন ঘুমপাড়ানী গানের মাঝে
আঁধার এসে নামে,
যখন প্রাণগুলো সব একে একে
স্থিরতায় থামে।
তখন একটু বসে একলা মনে
একলা জেগে থাকি,
আমার কল্পনাতে ডানা মেলে
স্বপ্নলোকের পাখি।
সাথে ভাবনাগুলো যায় ভেসে যায়
কোন সুদূরের দেশে!
আমার সময় সবই থমকে দাঁড়ায়
বর্তমানে এসে।
স্মৃতির অতীত কিংবা ভবিষ্যতও
একই সমতলে
সবাই মিলেমিশে এক হয়ে যায়
নানান কথার ছলে।
মনে বিষাদ তো না, বিষাদমাখা
সুখের মাঝেই ডুবে
প্রতি মূহুর্তকে আঁচড় কাটি
গভীর অনুভবে।


নিঝুম ঘুমন্ত এই পুরীর মাঝে
একলা আমি জাগি,
রাতের নীরবতার সাথেই করি
স্বপ্ন ভাগাভাগি।


(রচনাকালঃ ২২ অক্টোবর ২০১৪ ইং)



১০টি মন্তব্য


২১ নভেম্বর ২০১৪
বাহ! বেশ দারুন ও অসাধারন হে গুনী কবি ।
২৫ নভেম্বর ২০১৪
ধন্যবাদ নিজাম গাজী :)
১৮ নভেম্বর ২০১৪
সুন্দর লেখনী! ভালো লাগা থাকলো৤
১৮ নভেম্বর ২০১৪
ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান :)
২৯ অক্টোবর ২০১৪
নিঝুম রাতে যে কবি বিনাসুতোয় শব্দের মালা গাঁথে হয়ত স্বপ্নলোকের পাখিরা রাত জাগে তার সাথে । সুন্দর কবিতার জন্য অভিনন্দন ।
২৯ অক্টোবর ২০১৪
ধন্যবাদ আসোয়াদ লোদি... আপনার চমৎকার ছন্দে গাঁথা মন্তব্যে মুগ্ধ হলাম... :)
২৫ অক্টোবর ২০১৪
বেশ চমৎকার। আপনার কল্পনাশক্তি অসাধারণ। কি সুন্দর ভাবনা দিয়ে এটি লেখা।
২৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ ডিজিটাল কবি :)
২৪ অক্টোবর ২০১৪
সুন্দর ,, সুন্দর লেখা
২৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ দীপঙ্কর... :)
২৪ অক্টোবর ২০১৪
তারুণ্য-এ আমি লগইন করতে পারছিনা যদি কোনো উপায় বলেদেন খুশী হই ।
২৪ অক্টোবর ২০১৪
আপনি কি সেখানে আপনার ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন? নাকি আপনার ফেসবুক বা জিমেইল একাউন্ট দিয়ে সরাসরি লগইন করেছিলেন? যদি তারুণ্যের রেজিস্ট্রেশন ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকেন, তবে নিচের লিঙ্কে গিয়ে একেবারে নিচের দিকে দেখবেন ইমেইল এড্রেস দিয়ে পাসওয়ার্ড রিসেট করার একটা ব্যবস্থা আছে। সেখানে আপনার ইমেইল এড্রেস জমা দিন। আপনার ইমেইলে নতুন পাসওয়ার্ড পাঠানো হয়ে যাবে। http://www.tarunyo.com/account/login/
২৩ অক্টোবর ২০১৪
আজ আমি ধরে ফেলেছি আপনি কে (প্রিয় এডমিন পল্লব ভাই, প্রথমেই অশেষ অভিনন্দন জানাই এরকম একটা উদ্যোগ নিয়ে তার সার্থক রূপায়নের জন্য। বিচারক মন্ডলী ও প্রচ্ছদ শিল্পী আরিফিন বাবুকেও অনেক অভিনন্দন। পিডিএফ দেখে মনে হয়েছে এটি মূল কোন হার্ড কপি থেকে স্ক্যান করা। তাই যদি হয় তাহলে আশা করি সেই মূল কপিটিও সযত্নে রাখা আছে যা থেকে পরে অন্যান্য কপি গুলি উপলদ্ধ হবে। শেষ প্রচ্ছদটিও দেখবার ইচ্ছা রইল। আবারো অনেক ধন্যবাদ ও অভিনন্দন।) কবিতায় ধন্যবাদ !
২৩ অক্টোবর ২০১৪
হা হা হা, ধরতে একটু সময় নিয়ে ফেলেছেন। আমার পরিচয় অনেক আগেই প্রকাশ করে ফেলেছি আলোচনা সভায়। :) পিডিএফ বইটি ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
২৪ অক্টোবর ২০১৪
ধন্যবাদ পল্লব ভাই দীপাবলি শুভেচ্ছা নিও !
২৩ অক্টোবর ২০১৪
বেলা ডুবে আঁধার নামবে এটাই স্বাভাবিক আর তখন মায়ের কোলে শুয়ে কত ঘুম পাড়ানীর গান শুনেছি আহ সে কি মধুময় ।এমনি ভাবে যখন প্রাণ গুলো একে একে স্থিরতায় থেমে যাবে ঘুমের মাঝে তখন আমাদের কবি কে একলা মনে একা জেগে থাকতে দেখা গেছে কবিতায় । আর নানান কল্পনায় স্বপ্নের পাখিগুলোকে উড়াতে দেখা গেছে , সাথে ভাবনা গুলো ও কোন সুদূরের দেশে । আবার যখন বাস্তবে ফিরে আসেন কবি তখন থমকে দাঁড়ায় পিছনের অতীত কিংবা সমসাময়িক সব কিছু মিলেমিশে যায় একই সমতলে নানান কথার ছলে । মনের মাঝে বিষাদ মাখা অনুভুতি গুলো কে নিয়ে সুখের মাঝেই ডুবতে চায় কবি আর তার আঁচড় কাটতে চায় প্রতিটিক্ষণ গভীর অনুভবে । আর এই সকল অনুভব নিয়ে কবি নিশিতে একলা জেগে নীরবতায় রাতের সাথে তার স্বপ্ন ভাগাভাগি করতে চাই । এই সাত সকালে খুবই সুন্দর একটি কবিতা পাঠ করলাম । মন টা শীতল হয়ে গেলো যেন । অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর । থাকুন কবিতায়নে ।
২৩ অক্টোবর ২০১৪
সময় নিয়ে সুন্দরভাবে কবিতাটির ভাবার্থ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)
২৩ অক্টোবর ২০১৪
বেশ,অসাধারন কাব্য। ধন্যবাদ
২৩ অক্টোবর ২০১৪
ধন্যবাদ হৃদয়... :)
২৩ অক্টোবর ২০১৪
ছন্দের তালে তালে পড়তে পড়তে সত্যি, ঘুম যেন আসছিল চোখে - স্বপ্ন না দেখার ভয়ে উঠলাম জেগে অফিসের কাজ আজ অনেক হাতে। কবিতাটি খুব ভাল লেগেছে আমার, শুভ সকাল...
২৩ অক্টোবর ২০১৪
ধন্যবাদ। কবিতায় মন্তব্যটি বেশ সুন্দর লিখেছেন। :)
মন্তব্য করুন