My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

নামই দামী


নাম নাকি খুব দামী রে ভাই,
টাইটেলও তো কম না!
নামের উপর চলতে পারা
দোষের তা একদম না!
নাম কামাবার কাজ না করো
নেই যে তাতে চিন্তা,
বাবা কিংবা দাদার নামেও
চলতে পারো ধিন তা!
সততা ও কর্ম গুণে
বাড়বে কি নাম? তাও না!
বিত্ত ছাড়া নাম পাবে না,
যতোই তুমি চাও না।
জগতখানাই এমনতর
দেখবে না কেউ সত্য,
দু'চোখ বুজে মানবে সবাই
নামের আধিপত্য!
চোর অথবা বাটপারই হও
হও না যতোই মন্দ,
নামের জোরে পেরিয়ে যাবে
সব হিসাবের দ্বন্দ্ব।
নাম যদি খুব কেউকেটা হয়
বদনামেরও ভয় নেই,
কেলেঙ্কারি যতোই করো
নামের অবক্ষয় নেই।
যখন যেটা বলবে তুমি
সত্য বচন তাই যে!
বলবে সবাই মধুর বচন
শুনতে আরও চাই যে!
চারপাশে সব তোষামোদের
ভিড়ের মাঝে নিত্য
তৃপ্ত হয়ে তুলবে ঢেকুর
তোমার সুখী চিত্ত।
আপন মনেই ভাববে বুঝি
মহান তুমি খুব তো!
পরিত্রাণের পথটা ছিল
তোমার মাঝেই সুপ্ত।
সেই নেশাতেই চলবে তোমার
সকল কর্মকাণ্ড,
দেশটা পুরো ছিবড়ে করেই
ভরবে তোমার ভাণ্ড।


(রচনাকালঃ ৭ই জানুয়ারি ২০১৫ ইং)



১২টি মন্তব্য


১০ জানুয়ারী ২০১৫
কোন এক কবি বলেছিলেন - নামে কি যায় আসে। সেই শুনে আমি ভাবলাম রবিবাবুর নাম পটল চাকলাদার হলে কেমন শোনাতো? বিশ্বকবি পটল চাকলাদার। আবার আরেক মহান কবি বলে গেছেন - শ্যামা নামের মহিমা অপার. শ্যামা নামের মহিমা অপার, কেনে মন, মিছে ভ্রম বারে বার, রে মন।। চঞ্চলরে মানসা মধু আশে, অভয়-চরণ করো সার, রে। মন রে সুকৃতি বট, সদা শ্যামা নাম রটো, রে অনাসে নাশো ভব-ভার। কমলাকান্তের মন, মিছে ফেরে ফেরো কেন, কালী বিনা কে আছে তোমার, রে। শেষ ২টো লাইন - আহা! সারবত্তা!!
১০ জানুয়ারী ২০১৫
নামের একটা প্রভাব থাকে বটে, তবে তা কারও কর্মকে ছাড়িয়ে নয়... :) কর্মের কারণেই নাম মহিমান্বিত হয়, অন্তত হতো এক সময়...
৮ জানুয়ারী ২০১৫
সুন্দর কথামালায় সাজানো কবিতা, দারুণ লাগল !
৯ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ মনির দা... :)
৮ জানুয়ারী ২০১৫
ছন্দ খুব সুন্দর ।।
৯ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ দীপঙ্কর...
৮ জানুয়ারী ২০১৫
বাহ্ চমত্কার ছন্দমিল,অনেকদিন পর এমন কবিতা পরার সৌভাগ্য হল কবি।দারুন ভালো লাগলো।
৯ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ মল্লিকা রায়।
৮ জানুয়ারী ২০১৫
thik sukumar raer chondo pai apnar kobitai. kobi,জগতখানাই>জগৎখানাই hobe somvoboto ektu dekhe nien.
৯ জানুয়ারী ২০১৫
আমার জানামতে জগত এবং জগৎ দু'ভাবেই লেখা যায়। অভ্রের স্পেল চেকার ও গুগলের ট্রান্সলেটর ব্যবহার করেও দেখলাম দু'টোই ঠিক আছে। তবে ভাল কোন বাংলা অভিধান ঘেটে দেখতে পারলে আরও সঠিকভাবে বুঝা যেতো।
৮ জানুয়ারী ২০১৫
অনন্য সৃষ্টি, ভিষণ মিষ্টি।
৯ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ আনোয়ার... :)
৮ জানুয়ারী ২০১৫
নামই দামী, সুনাম সাথে বদনাম তিলক হয়, আড়াল রয়না কর্ম, তাতেই চিত্ত, বিত্ত, জয়। কবিতা বেশ ভালো লাগলো। প্রীতিময় শুভেচ্ছা ও শুভাশিস রইলো।
৯ জানুয়ারী ২০১৫
আসলে নাম না, কাজই দামী। তবে ইদানীং একজন তার কাজ দিয়ে নাম কামাই করে, আর অনেকেই সেই নাম ভাঙ্গিয়ে খায়। এবং সেধরণের নামীরাই আজকাল সমাজে দামী হিসাবে পরিচিতি পাচ্ছেন।
৯ জানুয়ারী ২০১৫
আমার ক্ষুদ্র বোধ, আপনার কর্ম জয়, মিশে যাক পৃথিবীর প্রান্তরেখায় কর্মময়। সতত শুভকামনা। সুস্থ ও নীরোগ হোক শরীর আর ভাবনা।
৮ জানুয়ারী ২০১৫
নামই দামী-যেন কাব্য ফুল।খুব ভাল লাগল
৯ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ শিমুদা...
৮ জানুয়ারী ২০১৫
খুব ছন্দময়, কবিতা অতুলনীয় ভীষণ ভাল লাগল। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি
৯ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ রুহুল আমীন :)
৮ জানুয়ারী ২০১৫
দারুণ! ছন্দতারই ঝোলখানি যে টপটপিয়ে পড়ছে, আবার বুঝি সুকুমার রায় কাব্যকথা গড়ছে। তবে, 'বদনামেরও ভয় নেই' এবং 'নামের অবক্ষয় নেই' এই দুইটি স্থানে একটু তালহারা তালের ঝাল পেলাম মাত্র। অনেক ভালো থেকো প্রিয় কবি ।
৯ জানুয়ারী ২০১৫
ঠিকই বলেছেন, পুরো কবিতার ছন্দের তালের মধ্যে এই লাইন দু'টি একটু বেতাল হয়ে গেছে।
৮ জানুয়ারী ২০১৫
কবিতার ভাবনায় আজ-কালকার দৃশ্যপট দারুণ চিত্রায়িত করেছেন প্রিয় কবি, ভাল থাকবেন।
৯ জানুয়ারী ২০১৫
সমসাময়িক নানা ঘটনার প্রভাব তো লেখার উপর অবশ্যই আছে। :)
৮ জানুয়ারী ২০১৫
নাম যখন অর্থ বা আধিপত্য দিয়েই হয়,যখন গুণের কদর থাকেনা তখন "বেগুনী" লোকেরাই গুণী হয়ে বসেন সমাজে।খুব ভাল লাগলো নাম সচেতন লেখাটি।
৯ জানুয়ারী ২০১৫
ঠিক বলেছেন। আজকাল বেগুণীদেরই দাপট এই সমাজে।
মন্তব্য করুন