My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

মাতাল সুখ


আজ    জীবন সুখের হিল্লোলে
এই     প্রাণ দোলে এই মন দোলে,
আজ    হিমেল হাওয়া ঢেউ তুলে যায়
          মন বাগিচার ঝাউতলে।


আজ    নাচবো রে আজ নাচবো রে,
আজ    নাচের মাঝেই বাঁচবো রে,
আর     নতুন তালের ঝংকারে আজ
          নতুন রঙে সাজবো রে।


সব      কষ্ট ছিঁড়ে কষ্ট ফুঁড়ে
          জাগলো প্রাণের কোন আলো!
          আঁধার ছিঁড়ে জাগলো এ কোন
          স্বপ্ন নতুন জমকালো!
সেই    স্বপ্নে আমি বিভোর হয়ে
          থাকবো ডুবে থাকবো রে,
          দুঃখ-শোকের জীর্ণ জরা
          স্বপ্ন দিয়েই ঢাকবো রে।


আজ    দিলেম সকল বাঁধ খুলে,
সব      দুঃখ গেলাম আজ ভুলে,
আজ    মাতাল সুখের প্রলয় নাচন
          যাক এ মনে ঢেউ তুলে।


(রচনাকালঃ ১৮ অক্টোবর ২০১২ ইং)



৫টি মন্তব্য


১০ জুলাই ২০১৪
খুব শক্তিশালী এই কবিতা।মনে ছন্দ তুলে।কবিতার প্রতি আপনার প্রেম সফল হোক।আপনার হাতে গড়া এই সাইট একদিন ইতিহাসে স্থান পাবে বলে আশা রাখি।ভাল থাকুন,কবিতায় থাকুন।
১০ জুলাই ২০১৪
ধন্যবাদ আপনাকে। :)
১৯ অক্টোবর ২০১২
ধন্যবাদ গাজী তারেক আজিজ, রাখাল, এবং অরুন কারফা।
১৮ অক্টোবর ২০১২
ভালো লিখেছেন, আরো লিখুন।
১৮ অক্টোবর ২০১২
মাতাল হলাম আমিও আপনার কবিতার তালে ।
১৮ অক্টোবর ২০১২
কবিতার ঢেউএ দুলে দুলে, মন্তব্য করতে যাচ্ছি ভুলে, তবে আমি এটাও জানি, তা বললে তো চলবেনা, প্রাণ দিয়ে লিখেছ তুমি, সুন্দর এই কবিতা খানা।
মন্তব্য করুন