My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

কথার কথা


কথার সাথে মুখ শধু নয়
কানও লাগে মিষ্টি,
রুক্ষ্ণ কথাও মিষ্টি কানে
মধুর ঝরায় বৃষ্টি।
কেউ বা আছে মিষ্টি কথাও
শুনলে ভারি তড়পায়,
তাদের কাছে মিষ্টভাষীও
চান্স পেলে কিল-চড় খায়।
কারও কাছে সবার কথাই
গরু-বাছুর গাধার ডাক,
তাইতো তারা নিজেও সদাই
হাম্বা রবে দিচ্ছে হাক।
চালাক যারা, তারাই কেবল
সুযোগ পেলেও চুপটি রয়,
কাজের চেয়েও কথাই নাকি
বাড়ায় জাতির অবক্ষয়।


(রচনাকালঃ ১৭ এপ্রিল ২০১২ ইং)


৮টি মন্তব্য


১৪ অক্টোবর ২০২৫
সুপ্রভাত কবি। কথার কথা নয় শুধু কথায় নয় বৃষ্টি না হোক হিমের পরশ চাই। পাখীরা ফিরুক নীড়ে আসুক মাঝি নদীর তীরে হারিয়েছে যে কাজের ভিড়ে দলছুট মেঘ হয়ে আসুক ফিরে। রক্তিম শুভেচ্ছা ।
১৪ অক্টোবর ২০২৫
ধন্যবাদ অসিত দা! আপনি দেখছি নিয়মিত আমার একটা করে কবিতা পড়ে মন্তব্য রেখে যাচ্ছেন! কৃতজ্ঞতা রইলো!
৩০ সেপ্টেম্বর ২০১৬
অনবদ্য রচনা! ভারি সুন্দর রম্যতায়ও মোড়ানো। অভিনন্দন কবিকে -
৩ অক্টোবর ২০১৬
ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ রাখাল। ধন্যবাদ আশেক। :)
২১ সেপ্টেম্বর ২০১২
অনুভূতিগুলো প্রকাশ করলেই তা চমৎকার কাব‌্যে রূপ নেয়।আপনি তাদের একজন
২০ সেপ্টেম্বর ২০১২
দারুণ!!!!!!!!
১৯ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ রইস-দা। আপনার লেখাও নিয়মিত চাই এখানে। দেবাশীষ, পর্বতের উচ্চতায় কখনোই যেতে পারিনি। মনের সাধারণ কথাগুলোই সাধারণ ছন্দে ফুটিয়ে তোলার চেষ্টা করি শুধু। ধন্যবাদ আপনাকেও। :)
১৯ সেপ্টেম্বর ২০১২
সমালোচনা করার ধৃষ্টতা আমার নেই (কারন পিপীলিকার পর্বতের দৈর্ঘ্য মাপার ধৃষ্টতা নেই ) । শুধু এটুকু বলতে পারি , কবিতাটি মনকে ভীষণ আনন্দ দিয়েছে । উঁচু দরের কবিতা ।
১৯ সেপ্টেম্বর ২০১২
ছন্দোবদ্ধ কবিতায় পল্লবকে জেনেছি।অনেকদিন পর আবারও ছন্দে ছন্দে 'কথার কথা' প'ড়ে খুব আনন্দ পেলাম!কবিকে ধন্যবাদ!...আন্দামান থেকে রইস দা'।
মন্তব্য করুন