My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

হারানো ফাগুন


গাছের পাতায় পরশ বুলায়
কোন সে মাতাল হাওয়া,
মর্মরতার সজীবতায়
নতুন করে পাওয়া।
ঝরে পড়া জীর্ণ স্মৃতির
মায়ার বাঁধন ছিঁড়ে
নতুন ফাগুন ডাক দিয়ে যায়
নবীনতার সুরে।
হারানো সুর তবুও কোথাও
মনের কোণে বাজে,
হারানো সেই ফাগুনটাকেই
দেখি নতুন সাজে।


রচনাকাল: ১১ মে ২০০২ ইং



৮টি মন্তব্য


৯ সেপ্টেম্বর ২০১৬
মিতকথন......... মনের মতন...... ফাগুনই তো আনন্দের সুজন......... স্মৃতিপ্রভা***
১০ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ প্রনব দা।
৫ সেপ্টেম্বর ২০১৬
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রিয় কবিকে। পুরনো লেখা হলেও ভাল লাগল। একটা টাইপো সমস্যা হয়েছে: 'মনের কোণে' হবে বোধ হয়!
৬ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ! 'কোণে' করে দিলাম। 'কোনা' শব্দের অর্থ একই হলেও এতে করে হওয়ার কথা ছিলো 'কোনায়'। 'কোনে' যে হয় না তা খেয়াল করিনি। এই উসিলায় বাংলা ডিকশনারীটা খুলে বসলাম অনেকদিন পর।
৬ সেপ্টেম্বর ২০১৬
বাংলা আমাদের মাতৃভাষা হলেও অনেক আটপৌরে শব্দেও আমরা অনেক সময় confused হয়ে পড়ি। ঘর কিংবা ভৌগোলিক কোণে 'কোনা'/'কোনায়' (বিশেষ্য) ইত্যাদি বোঝাতে 'ন'ই থাকছে অথচ 'কোণ'/ 'কোণে' (বেশেষণ) বোঝাতে 'ণ' হয়ে যাচ্ছে! ব্যাকরণ খুব বুঝি না তবে, আমি মনে রাখি একটি সহজ নিয়মে - বিশেষণ বা ক্রিয়া বিশেষণ এবং হেতু কিংবা উপলক্ষ অর্থ নির্দেশক ব্যতীত সব কোণই 'ণ' দিয়ে লিখি। যেমন গৃহকোণ/ণে, নয়নকোণ/ণে, অগ্নিকোণ/ণে, এছাড়া জ্যামিতিক কোণ বোঝাতে। বাংলা ভাষায় আমি বরাবর কাঁচা। তাই শেখার তাগিদেই অমন ঘাটাঘাটি করি। অনেক সময় পাতায় বন্ধুদের সাথে শেয়ারও করি। এতে মনে হয়, নিজের বোঝাটারও revision হয়। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন কবি।
৬ সেপ্টেম্বর ২০১৬
আপনার ব্যকরণ ঘাটাঘাটিতে আমারও কিছুটা উপকার হয়েছে, এটাই বড় এখানে!
৫ সেপ্টেম্বর ২০১৬
শেষ লিখেছিলেন ৯/৪/২০১৬ তারিখে। বহুদিন পর গতকাল ৪/৯/২০১৬ তে এই কবিতা প্রিয় পাঠকদের জন্য উপহার দিলেন। দুটো তারিখের মধ্যেও একটা ছন্দ আছে। শুভকামনা।
৫ সেপ্টেম্বর ২০১৬
তারিখটা ঘটনাক্রমে এমন হয়ে গেছে
৫ সেপ্টেম্বর ২০১৬
"হারানো ফাগুন" যেন হারানো কবিতার (রচনাকালঃ ২০০২) মতো। চোদ্দোবছর আগে লেখা এই কবিতাটি মন ছুঁয়ে গেল। অনবদ্য ছন্দ; পরিপূর্ণ ভাবনা; সরল শব্দবিন্যাস; আবৃত্তি উপযোগী; প্রাকৃতিক সাজ; কবিতার সহজ বাঁধন কবিতাটিকে সীমাহীন কাব্যিকতার স্থান এনে দেয়। কবিকে আমার অন্তরের শুভেচ্ছা। ভালো থাকুন।
৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ। ২০০৮ সালে প্রকাশিত কবিতার বই থেকে খুঁজে বের করে দিলাম এখানে এটা।
৫ সেপ্টেম্বর ২০১৬
খুব ভাল লাগল।
৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ
৫ সেপ্টেম্বর ২০১৬
সুন্দর কবিতা
৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ
৫ সেপ্টেম্বর ২০১৬
অনেক্দিন পরে আসরে এসেই মনের মত একটা লেখা পরে আনন্দিত হলাম। শুভকামনা, কবি !
৫ সেপ্টেম্বর ২০১৬
ধন্যবাদ
৪ সেপ্টেম্বর ২০১৬
পল্লব ভাই,"অাসরে নতুন কবিতা প্রকাশ করুন"অপশনটি হঠাৎ খুঁজে পাচ্ছিনা,যদি একটু দেখতেন। হারানো ফাগুন নতুন করেই সাজুক নবীনের প্রাণে।শুভেচ্ছা।
৪ সেপ্টেম্বর ২০১৬
পেয়েছি পল্লব ভাই,ঐটা বামদিকে সরানো হয়েছে।তাই তো বলি,ঐ অপশনটা গেলো কোথায়!!
৫ সেপ্টেম্বর ২০১৬
হ্যাঁ, কিছুটা চেঞ্জ করা হয়েছে মেনুতে।
মন্তব্য করুন