ফিরে আসা
    
        দিন বয়ে যায়, সময় গড়ায় 
বয়স চলে যে বেড়ে, 
কাল যা ছিলাম তাই অবিরাম 
পিছনে আসছি ছেড়ে। 
অজানার পথে কোন অজ্ঞাতে 
দূর হতে চলি দূরে, 
তাও দূর হতে সেই একই পথে 
ফিরে আসি পথ ঘুরে। 
বারে বারে তাই আমি খেলে যাই 
তোমাদের খেলাঘরে, 
খেলা শেষ হলে ফের পথ ভুলে 
হারাতে হঠাত্ করে। 
যে বাঁধন বাঁধি, অন্ত অনাদি 
চলি সে বাঁধন ছিঁড়ে, 
তবু বাঁধনে বাঁধা এ মনে 
পিছনেই আসি ফিরে। 
যেথা নেই ঠাঁই, আমি ডুবে যাই 
সেখানেই বারে বারে, 
তবু থেকে যাই যতো না হারাই, 
সেই তোমাদেরই দ্বারে। 
খুলে দাও দ্বার, দাও অধিকার 
থাকার ক্ষণিক তরে, 
দিন করে পার নাহয় আবার 
হারাবোই অগোচরে।
[রচনাকালঃ ৮ ফেব্রুয়ারী ২০০৮ ইং]
    
    
    ৪টি মন্তব্য
    
    
    মন্তব্য করুন