My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

একাত্তরের যুদ্ধ


চারিদিকে উত্তেজনা
ফিসফিসানি চলছে,
এবার নাকি যুদ্ধ হবে
সবাই তা বলছে।
নিয়মিত হয়না অফিস
সবাই থাকে ঘরে,
সারাদিন ছাত্ররা সব
বেড়ায় মিছিল করে।

হঠাৎ এক রাতে -
শহরবাসী উঠলো জেগে
গুলির আওয়াজেতে।
বেহিসাবে পাকসেনারা
মারছে মানুষ ধরে,
শহর ভরে উঠছে শুধু
মানুষের চিৎকারে।
একাত্তরে এমনি করে
যুদ্ধ হলো শুরু,
রক্ত দিয়ে মোদের এদেশ
স্বাধীন হলো পুরো।

(কবিতাটি ১৯৯২ সালে লিখেছিলাম। আমি তখন ক্লাস টেনের ছাত্র।)


১১টি মন্তব্য


৬ মে ২০১৭
একাত্তরের যুদ্ধের সময় আমার বয়স ১১ বছর l ষষ্ঠ শ্রেণীর ছাত্র l এখন আমার ৫৭ বছর বয়স l অর্থাৎ ৪৬ বছর আগের ঘটনা l অঙ্কের হিসাবও তাই বলে l ১৯৭১ থেকে ২০১৭ = ৪৬ বছর l সাধারণত এত দিন আগের ঘটনা মনে থাকে না l কিন্তু স্মরণ বিষয়টা এমন যে সময়কাল হিসাবে নয়, ঘটনার গুরুত্ব হিসাবে কিছু ঘটনাকে নিজের কুঠুরিতে চিরকালের জন্য save করে রাখে l সেদিনের সেই দিনগুলির কথা এখনও আমার ভালো স্মরণে আছে l যদিও মূল যুদ্ধটা হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশের মাটিতে, ভারতে পশ্চিমবঙ্গে বাস করেও আমরা সেসময় নিজেদের নিরাপদ মনে করি নি l প্রশাসন থেকে নির্দেশ ছিল সাইরেন বাজলেই বাড়ীর কাছেই তৈরি করা এল আকারের গর্তে সবাইকে আশ্রয় নিতে হবে l আবার সাইরেন বাজলে তবে সেই গর্ত থেকে বার হবার অনুমতি ছিল l এরকম বহুবার আমরা সাইরেনের শব্দে পরিবারের সবাই মিলে ছুটে গর্তে নেমেছি, আবার বার হয়েছি l বড়দের কাছে বিষয়টি আতঙ্কের ছিলো l তাঁদের মুখেচোখে সেই আতঙ্কের ছবি ফুটে উঠতে দেখতাম l সাইরেন বেজে ওঠার ঠিক সেই মুহূর্তে পরিবারের কেউ কাছে না থাকলে বাবা কাকাদের দেখেছি হন্যে হয়ে তাদের খুঁজতে l কিন্তু সত্যি বলতে আমাদের ছোটদের কাছে বিষয়টি খুব মজার ছিলো l সাইরেন বাজল l সবাই যে যার কাজ ছেড়ে দিয়ে ছুটে দৌড়ে গিয়ে গর্তে গুটিসুটি করে আশ্রয় নিলাম l আমাদের ছোটদের কাছে বিষয়টি একটা মজার খেলার রূপ নিয়েছিল l কোনোদিন সাইরেন না বাজলে মনটা বিষন্ন হয়ে যেত l মাকে প্রশ্ন করে করে বিরক্ত করে তুলতাম, কেন সাইরেন বাজছে না l এর জন্য বকুনিও খেয়েছি l কিন্তু প্রশ্ন করতে ছাড়ি নি l কোনোদিন হয়তো পড়তে বসেছি l বাড়ীতে মাষ্টারমশায় পড়াতে এসেছেন l Homework ছিলো l করা হয় নি l এখনই মাষ্টারমশাই পড়া ধরবেন l পারব না l কপালে নির্ঘাত পিটুনি l ভয়ে ভয়ে আছি l ঠিক সেই সময় সাইরেন উঠলো বেজে l আর পড়াশুনা ! যে যেখানে আছে, গর্ত অভিমুখে দে ছুট l সেই দিনগুলিতে কি যে খুশি হতাম সেই সাইরেনের শব্দে ! গর্তে যাও, আবার সাইরেন শোনো l তারপর গর্ত থেকে বার হও l পুরো প্রক্রিয়া মিটতে ঘন্টা দু ঘন্টা লেগে যেত l সেদিনকার মতো পড়াশুনার ইতি l "সাইরেন বাবা জিন্দাবাদ" - মনে মনে স্লোগান দিতাম l শুনতাম বিমান হানার সম্ভাবনা থাকলে সাইরেন বাজিয়ে আমাদের সতর্ক করা হতো l আত্মরক্ষার জন্য গর্তে আশ্রয় নিতে হতো l কিন্তু আমাদের দিকটায় সত্যি সত্যি কোনো বিমান হানা হয়েছিল বলে মনে পড়ে না l তারপর ৭১ এর যুদ্ধ শেষ হলো l স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করল l আমরাও সেদিন বিজয় উত্সব পালন করেছিলাম l এখনও সাইরেন শুনি l জেলখানা থেকে কয়েদি পালালে সাইরেন বেজে ওঠে l মাঝে কিছুদিন প্রতিদিন সকাল ৯ টায় থানা থেকে সাইরেন বাজানো হতো l শুনতাম অফিসযাত্রীদের প্রস্তুত হবার জন্য এই সাইরেন বাজানো হতো l কিন্তু এই সাইরেনগুলো শুনে ৭১ সালের সেই উত্তেজনা অনুভব করি নি কখনো l কবিকে ধন্যবাদ ৪৬ বছর আগের সেই স্মৃতিকে জাগিয়ে তোলার জন্য l
২৩ ডিসেম্বর ২০১৪
maddomiker ekjon chatrer vabonai sunor kobita hoece.
২২ ডিসেম্বর ২০১৪
ক্লাস টেনের ছাত্র হিসাবে যথেষ্ট পরিণত কবিতা। ছবিটাও দারুণ...
৯ ডিসেম্বর ২০১৪
স্বাধীনতা যুদ্ধ শুরু হবার ঠিক পূর্বেকার অবস্থা সুন্দর ভাবে ফুটে উঠেছে। বিজয় দৃশ্যের ছবিটাও বেশ ভাল। শুভেচ্ছা রইল কবি।
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ আপনাকে... :)
৯ ডিসেম্বর ২০১৪
কবিতাটি দারুণ হয়েছে ।একাত্তরের যুদ্ধের রেশ যেন নতুন করে শুনতে পাচ্ছি।
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ... :)
৮ ডিসেম্বর ২০১৪
পুরনো হলেও কবিতাটি অসাধারণ। শব্দমালা ও ছন্দ মনকাড়া। অনেক শুভেচ্ছা।
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ সাইদুর রহমান... :)
৮ ডিসেম্বর ২০১৪
খুব ভাল। এবার বাহান্নর চিত্রের অপেক্ষায় রইলাম।
৯ ডিসেম্বর ২০১৪
বাহান্ন নিয়েও মনে হয় সেসময় কিছু লিখেছিলাম। খুঁজে দেখতে হবে। :)
৮ ডিসেম্বর ২০১৪
অসাধারণ
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ স্বপ্ন...
৮ ডিসেম্বর ২০১৪
পুরো মুক্তি যুদ্ধটাকে চোখের সামনে ভাসালেন কবি। যেমন কবিতার পরিস্ফুটন তেমনি ছবির সংযোগ যেন জীবন্ত হয়ে উঠেছে। অসাধারণ!!
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ শিমুদা... :)
৮ ডিসেম্বর ২০১৪
স্বাধীনতা যুদ্ধের সময়ের পরিস্কার ছবি এঁকেছেন কবিতায়। যেন অবিকল সেই ৭১ এর অনুভূতি( গল্প আর ইতিহাস থেকে জানা)... চমৎকার কবিতা।
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ। অনেক আগের লেখা, তখন হয়তো আরও সহজভাবে চিন্তা করতে পারতাম। :)
৮ ডিসেম্বর ২০১৪
খুব সুন্দর, সাবলীল। তবে শেষের লাইনের "পুরো" শব্দটার অর্থ ঠিক বুঝতে পারলামনা?
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ। স্বাধীনতা কখনোই পুরোপুরি আসেনি। তবে প্রতিবারই একেকটা বিজয়ের পর আমাদের সবারই মনে হয়েছে যে এবার বুঝি পুরোই স্বাধীন হলাম। :)
৮ ডিসেম্বর ২০১৪
হয়তো কবি বলতে চেয়েছেন ৪৭ এ ব্রিটিশ শাসন শেষ হয়েছিল, কিন্তু স্বাধীনতা আসেনি।
৯ ডিসেম্বর ২০১৪
ধন্যবাদ। সত্যি বলতে কি এখনও আমাদের সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়নি।
মন্তব্য করুন