My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

চপল ধারা


.
            আলো ছায়ার চলছে খেলা
            আমার মাঝেই প্রতি ক্ষণে,
            মেঘলা মনে হঠাৎ করেই
            রোদ হেসে যায় কি আনমনে।
            দুষ্ট হাসির ঝিলিক মেরেই
            ফোটাই চোখে বিষাদ তারা,
আমি এক ছন্নছাড়া বাঁধনহারা
            স্রোতস্বিনীর চপল ধারা।


            ঝরনা ধারায় নেচে বেড়াই
            থমকে থাকি পাখির নীড়ে,
            জোয়ার এলেই দু'কূল ভাসাই
            আবার ডুবে যাই গভীরে।
            ঢেউয়ের তালে ছন্দ গেঁথেই
            ছন্দ হারায় যে ভাবনারা,
আমি এক ছন্নছাড়া লাগামহারা
            সুপ্ত মনের মুক্ত ধারা।


            হাওয়ায় ভেসে বেড়াই ঘুরে
            আবার গুটাই মনের পাখা,
            দু'চোখ ভরে শ্রাবণ এলেও
            দৃষ্টি থাকে স্বপ্নে ঢাকা।
            সর্বগ্রাসী তুফান এলেই
            নৃত্যে মাতি পাগলপারা,
আমি এক ছন্নছাড়া বল্গাহারা
            দমকা হাওয়ার বন্য ধারা।



[রচনাকাল: ১০ জানুয়ারি ২০০৮ ইং]



১০টি মন্তব্য


১০ ফেব্রুয়ারি ২০১৮
ভাল লাগল ছন্দে ছন্দে
২৭ মার্চ ২০১৫
অনেক অনেক সুন্দর....
৩০ মার্চ ২০১৫
ধন্যবাদ :)
১৩ মার্চ ২০১৫
কবিতাটির শুরু থেকে শেষ এক তীব্র আবেগে সমৃদ্ধ ......
১৩ মার্চ ২০১৫
ধন্যবাদ সুমন... :)
১৩ মার্চ ২০১৫
খুব ভাল লাগল।সুন্দর ছন্দ।শুভেচ্ছা রইল।
১৩ মার্চ ২০১৫
ধন্যবাদ কুয়াশা রায়...
১৩ মার্চ ২০১৫
Chomotkar chhodo kobita khub bhalo laglo
১৩ মার্চ ২০১৫
ধন্যবাদ দীপঙ্কর বেরা...
১৩ মার্চ ২০১৫
খুবই চমৎকার ছন্দময় কবিতা মুগ্ধ হলাম পাঠ করে শুভেচ্ছা ও শুভ কামনা কবিকে।
১৩ মার্চ ২০১৫
ধন্যবাদ মরমি কবি... আপনাকেও শুভেচ্ছা... :)
১৩ মার্চ ২০১৫
সাবলীল ছন্দ ৷সুন্দর কবিতা ৷
১৩ মার্চ ২০১৫
ধন্যবাদ অকালপক্ক... :)
১২ মার্চ ২০১৫
খুব ভাল একটি কবিতা পল্লব ভাই
১৩ মার্চ ২০১৫
ধন্যবাদ বৈরাগী কবি... :)
১২ মার্চ ২০১৫
চমৎকার ছন্দময় কাব্যধারা - রসের স্রোতে হলাম আত্মহারা। এক কবিতা অনাবিল মুগ্ধতা, প্রিয় কবি। অনন্ত শুভেচ্ছা!
১২ মার্চ ২০১৫
ধন্যবাদ মহিউদ্দিন মাসুম :)
১২ মার্চ ২০১৫
চমৎকার বিন্যাসে বেশ সুখপাঠ্য কথামালা। চপল ধারা বাঁধনহারা জাগে হৃদয় পাগলপারা। শুভকামনা নিরন্তর।
১২ মার্চ ২০১৫
ধন্যবাদ আগুন নদী... :)
মন্তব্য করুন