My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

চিত্রকর


চিত্রকরে বলেন হেসে, "শত্রু কিবা মিত্র,
চিত্রে দেখি তাদের সবাই কতোই না বিচিত্র!
কেউ বা সেজে ভণ্ড পাগল কয় যে কথা ছন্দে,
কেউ খুঁজে পায় হাঁড়ির খবর রান্নাঘরের গন্ধে।
কারো কারো কথার মাঝে প্যাঁচ খেলে যায় রাতদিন,
কেউ বা নাচে সেসব কথায় মনের সুখে তাক্ ধিন্।
তাদের আজব কাণ্ড দেখে আমার অবাক চিত্ত
বিচিত্র সব চিত্র আঁকে ছবির পটে নিত্য।"


(রচনাকালঃ ২৫ নভেম্বর ২০১৪ ইং)



৮টি মন্তব্য


৩০ ডিসেম্বর ২০১৫
চিত্রকরের কথাগুলো উপভোগ করলাম। কবিতার সাবলীল ছন্দ, গতি ও অভিব্যক্তি দেখে মুগ্ধ হ'লাম।
১ জানুয়ারী ২০১৬
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
২ ফেব্রুয়ারি ২০১৫
সুপ্রিয়, নিরূপিত ছন্দে......... রঙ্গব্যঙ্গের ভাবতরঙ্গে......... অসাধারণ!!! ও কবি আলোচনা সভায় তোমার নামকরণ করেছি!
১ জানুয়ারী ২০১৬
অশেষ ধন্যবাদ আপনাকে
১০ জানুয়ারী ২০১৫
বেশ ভালো পল্লববাবু, তবে হাঁড়ি বানানটা দেখো।
১০ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ অজিতেশ দা। হাড়ি-কে হাঁড়ি করে দিলাম। অভ্রের স্পেল চেকার দিয়ে সাধারণতঃ বানান চেক করে তারপরেই তা প্রকাশ করি। কিন্তু এধরণের কোন সফটওয়ার এখনও মনে হয় পুরো পরিপক্ক হয়নি। তাই কিছু না কিছু ভুল রয়েই যায়।
১০ জানুয়ারী ২০১৫
দারুণ বোধের দ্যুতি ছড়ায় !
৩০ জুলাই ২০২৩
ধন্যবাদ!
১০ জানুয়ারী ২০১৫
ভীষণ ভাল লাগল, শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি।
১০ জানুয়ারী ২০১৫
দারুণ লিখেছেন পল্লব ভাই
৯ জানুয়ারী ২০১৫
চিত্রকর ভালবেসে-কয় কথা হেসে হেসে চিত্রকরের হাসি তবু গাড়ার জলে ভাসে চিত্রকরের চাওয়া যেন নিম নিষিন্দা তিক্ত তাই বুঝি তার ভালবাসা হয়না নিষিক্ত। অসম্ভব একটি চিত্র একেছেন-সময়ের মোনালিসা। শ্রদ্ধা অন্তরের।
৯ জানুয়ারী ২০১৫
"হাজার ছবির দৃশ্যপট, গরহাজির চিত্র! নজরদারি ভিন কপট, জগতীতল বিচিত্র।" বেশ ভাবগাম্ভীর্য পূর্ণ লেখা, অল্প কথায় অনেক আছে শেখা। প্রীতিময় আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
মন্তব্য করুন