My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ছুটছি সবাই


মুহূর্তেরা দিচ্ছে ফাঁকি
যাচ্ছে চলে ফস্‌কে যে হাত,
লাভের আশায় ছুটে দেখি
আসলটুকুই হচ্ছে বেহাত।
দিনদুপুরেও হচ্ছে চুরি
সময়গুলো ফুরফুরিয়ে,
আর আমরাও দিনকে দিনে
যাচ্ছি সবাই ঠিক বুড়িয়ে।


যার পিছনে সামনে ছুটি
সেই রয়ে যায় পিছন পানে,
আমার আমিও পিছন থেকে
এই আমাকেও পিছেই টানে।
থাকবো বলে যেই বসে রই
স্থিরতার অচল তলে,
চারপাশে যা পিছনে সব
পালায় কিসের অমোঘ বলে!
যতোই চেঁচাই 'থামরে তোরা,
থাক পাশে সব আগের মতো'
মুহূর্তেরা তাও পালিয়ে
অতীতপানেই হয় বিগত।
তাইতো যাকে সামনে দেখি
জানি সে তো ঐখানে নেই,
সময় গেলে পিছু ফিরে
খুঁজবো তাকে সেই পিছনেই।


আমরা সবাই সমুখপানে
ছুটছি তবুও কিসের তরে?
সামনে সবার স্বপ্ন শুধু,
মানুষ থাকে স্মৃতির ঘরে।



রচনাকালঃ ৬ অক্টোবর ২০১৪ ইং


(এলোমেলো খাপছাড়া কিছু চিন্তা, কিছু শব্দ এক করে গাঁথার এলোমেলো এক প্রয়াস এই লেখাটি।)



১৪টি মন্তব্য


১৭ এপ্রিল ২০১৭
"সামনে সবার স্বপ্ন শুধু, মানুষ থাকে স্মৃতির ঘরে"---পুরো কবিতায় এ দুটো লাইন-ই সবচেয়ে ভালো লেগেছে। "অামার অামিও পিছন থেকে এই অামাকেও পিছেই টানে"---ঠিক এখানে একধরণের অাত্মদর্শন বেশ ভালোভাবে ফুটে ওঠেছে।কবিতা অামার কাছে মোটামুটি লেগেছে। মুহুর্তেরা<মুহূর্তেরা শুভেচ্ছা।
১৮ এপ্রিল ২০১৭
ধন্যবাদ।
৩০ সেপ্টেম্বর ২০১৬
অমন সুন্দর ছন্দময় অনিন্দ্য কবিতা যদি খাপছাড়া হয়, খাপ-ওয়ালা জানি আরো কত সুন্দর, কত নান্দনিক!
৩ অক্টোবর ২০১৬
হা হা হা... খাপওয়ালা হলে কথায় হয়তো ভাবনা আরও সুগঠিতভাবে প্রকাশ পেতো...
মনি
মনি
১৩ জুন ২০১৫
ভাল হইসে
১৫ অক্টোবর ২০১৪
লক্ষ্য ছাড়া ছুটছে সবায় বক্র পথে আঁধার মাঝে, পাচ্ছে যতোই আরো যে চায় পাওয়ার নেশা মিটেনা যে। হঠাত করে পড়লে খাঁদে বুঝে তখন ভুল করেছে, সময় তখন শুধুই কাঁদে ভুলের গাছে ফুল ধরে যে। এমন সুন্দর কাব্য চিন্তা নিয়ে নিশ্চুপ থাকে কিভাবে, কবি। আমি আশা করি, মাঝে মাঝে নয়; নিয়মিত মনের কথাগুলো আমাদের মাঝে নিয়ে আসবে। খাপছাড়া নয়; লক্ষ্যমূখীর ভাবনার সৃষ্টি এ কবিতা। ভালো থেকো প্রিয় পল্লব।
১৫ অক্টোবর ২০১৪
ধন্যবাদ কবীর ভাই। :) জীবন আমায় দেয় না ছুটি, তাইতো যতোই মাথা কুটি সুযোগ আমার হয় না লেখায় বসতে। নানা কাজের জটিলতায় দিনরাত যে কিভাবে যায় সময় কোথায় সেসব হিসাব কষতে?
১৫ অক্টোবর ২০১৪
এর মাঝেই সময় চুরি করে আসতে হয়। যেমন আমি আসতে চেষ্টা করি। এখনো ব্যাংকে, কাজের ফাঁকে ফাঁকেই একটু দেখি। লিখিও ও রকম। ভালো থেকো প্রিয় পল্লব (পাগল কবি)।
tina
tina
১৪ অক্টোবর ২০১৪
খুব ভাল লাগল...
১৪ অক্টোবর ২০১৪
ধন্যবাদ আপনাকে... :)
জানে আলম
জানে আলম
১১ অক্টোবর ২০১৪
খুব ভাল
১৩ অক্টোবর ২০১৪
ধন্যবাদ। :)
৭ অক্টোবর ২০১৪
মাননীয় এলোমেলো খাপছাড়া বলছেন কেন আপনার কবিতার অনেক তাৎপর্য, খুবই সুন্দর কবিতা শুভেচ্ছা নিবেন। ভাল থাকবেন।
৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ রুহুল আমীন। আমার কাছে লেখাটাকে কিছুটা খাপছাড়া বলেই মনে হয়েছে। কাজের ফাঁকে ফাঁকে মাথায় কিছু শব্দ ঘুরছিলো। তাড়াহুড়ো করে সেগুলোকেই ধরার চেষ্টা করছিলাম।
৬ অক্টোবর ২০১৪
আপনি যদিও এলোমেলো খাপছাড়ার কথা বলেছেন আসলে কিন্তু তা মনে হচ্ছেনা প্রিয় কবি। প্রতিটি বাক্যই তাৎপর্য্যপূর্ণ। ""ঈদ মোবারক ............
৭ অক্টোবর ২০১৪
চিন্তার ধারাটা হুবহু তুলে ধরতে পারিনি, তাই খাপছাড়া বলেছি। চিন্তাটাও খাপছাড়া টাইপেরই ছিলো মনে হয়। :) আপনাকেও ঈদ মোবারক।
৬ অক্টোবর ২০১৪
অসাধারন
৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ স্বপন শর্মা।
৬ অক্টোবর ২০১৪
এক কথায় আসাধারণ। ঈদের শুভেচ্ছা।
৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ সাইদুর রহমান। :)
৬ অক্টোবর ২০১৪
সামনে সবার স্বপ্ন শুধু কূয়াশাচ্ছন্ন মাঠ ধু ধু, আবির রাঙা দিগন্ত ঐ হাতছানি দেয় নিয়তই, এরই মাঝে আমরা সবাই চলব চলব এগোবই । ------- শারদীয়া, বিজয়া ও ঈদের শুভেচ্ছা একই সঙ্গে জানাই কবি । কবিতার সারার্থে অনেক না বলা কথার শেষ কথা রয়েছে , থাকবে সেটা বলাই বাহুল্য ।
৭ অক্টোবর ২০১৪
আপনাকেও শুভেচ্ছা জানাই। সুন্দর হয়েছে আপনার লেখাটি।
৬ অক্টোবর ২০১৪
এলোমেলো হলেও অনুপম - পড়তে পড়তে ছোটার গতিবেগটা অনুভব করা যায় - তাই খুব ভালো লাগলো
৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ ইন্দ্রনীর। :)
৬ অক্টোবর ২০১৪
তোমার ভাবনাটা আজকের প্রেক্ষিতে, বলা ভাল বড়দের জন্য, সামান্য সিরিয়াসও। কবিতা নিয়ে কিছু বলছি না। প্রয়াস সার্থক। একে অন্যকে পিছনে ফেলে এগিয়ে যাবার চেষ্টা সতত। শুধু এগিয়ে যাওয়া নয়, সেরার আসনটাও দখলে রাখা চাই। তোমার শিরোনামটা দেখে আমার অন্য কথা মনে এল - আজকে মোরা সবাই মিলে, দোল খেলছি হেলেদুলে । ছোটো বড়ো মেয়ে ছেলে, নেই ভেদাভেদ কোনোকালে । বালতি ভরে রংগুলে ভাই, আনন্দেত ছুটছি সবাই । যতই তুমি বারণ করো, রাগ রঙে হাতটি ধরো । আমরা কভু ডরাই তোমায় ? রং দিয়ে ভুত সাজাব তাই । রং নিয়ে তাই সবার বাড়ি যাচ্ছি মোরা তারাতারি । হাঃ হাঃ হাঃ।
৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ! :) এটা কি আপনি এখনই লিখলেন? সুন্দর হয়েছে!
৬ অক্টোবর ২০১৪
ঈদ মোবারক আজকের এই ঈদের দিনে আপনার সুন্দর একটা কবিতা পাঠ করতে পেরে ঈদের আনন্দের বাড়তি মাত্রা যোগ করলো । অসাধারণ । এই ঈদে কোথায় কোথায় ঘুরলেন ?
৭ অক্টোবর ২০১৪
ধন্যবাদ। ঈদে বিশেষ কোথাও ঘুরতে যাইনি।
মন্তব্য করুন