My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ছন্দে নাচি


ছন্দ মানে দোলা,
ছন্দ যে প্রাণখোলা।
ছন্দ মানেই সুর ও তালের
মাত্রা আপনভোলা।
ছন্দ প্রাণের ঢেউ,
ছন্দ আপন কেউ।
ছন্দ মানেই মাতাল করা
সৃষ্টি প্রলয়েও।
ছন্দ অবাক করা,
ছন্দ বসুন্ধরা।
আকাশ-পাতাল-মর্ত্য সবই
ছন্দ দিয়েই গড়া।
ছন্দে যে তাই নাচি,
ছন্দ গেঁথেই বাঁচি।
ছন্দ দিয়েই সুর তুলে যাই
প্রাণের কাছাকাছি।


(রচনাকালঃ ৩ ফেব্রুয়ারি ২০১৫ ইং)



১১টি মন্তব্য


১৮ ফেব্রুয়ারি ২০১৬
ছন্দের ঢেউ খেলা। খুব ভালো লাগলো।
৮ মার্চ ২০১৫
দারুণ! ছন্দে ছন্দে পড়ে গেলাম। ছন্দে আনন্দে মন নেচে উঠলো।
১০ মার্চ ২০১৫
ধন্যবাদ :)
৬ মার্চ ২০১৫
সুন্দর ছন্দে কাব্য
৬ মার্চ ২০১৫
ধন্যবাদ :)
৫ মার্চ ২০১৫
kobi sundor chora hoece.kintu apni chorai besi likhen, kobita temon ekta likcen na kno?
৫ মার্চ ২০১৫
ধন্যবাদ :) মনের মাঝে হঠাৎ করে সুর তুলে যায় কেউ, মনের মাঝে হঠাৎ করেই ছন্দে নাচে ঢেউ। তার আবেশেই চলে আমার শব্দ ভাঙ্গা-গড়া, হিসাব করে লিখি না তো কাব্য কিবা ছড়া।
৫ মার্চ ২০১৫
osadaron
৫ মার্চ ২০১৫
সুপ্রিয়, সাবলীল ছন্দে মধুর প্রসঙ্গে মন দোলা দেয়...... মনকাড়া!!!
৫ মার্চ ২০১৫
ধন্যবাদ প্রনব দা... :)
৫ মার্চ ২০১৫
কবি ছন্দ দিয়েই প্রাণকে প্রাণময় করতে প্রাণের কাছাকাছি সুর তুলেছেন। ছন্দে ছন্দে ছন্দের কবিতা বেশ ছন্দময় হয়ে উঠেছে। ভাল লাগল বেশ। কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
৫ মার্চ ২০১৫
ধন্যবাদ সুন্দর ছন্দোময় মন্তব্যের জন্য...
৫ মার্চ ২০১৫
খুবই চমৎকার লাগল কবিতা আন্তরিক শুভেচ্ছা কবিকে।
৫ মার্চ ২০১৫
ধন্যবাদ মরমি কবি...
৫ মার্চ ২০১৫
ছন্দে জীবন চলুক ছন্দে হৃদয় ভরুক। ছন্দ নিলাম ভরে মনের কোনে কোনে।
৫ মার্চ ২০১৫
ছন্দের উত্তরে আরেকটি চমৎকার ছন্দোময় ছড়া! ধন্যবাদ :)
৫ মার্চ ২০১৫
ছন্দে ছন্দে প্রাণের আনন্দে হারিয়ে গেলাম। সুন্দর কাব্যিকতা!
৫ মার্চ ২০১৫
ধন্যবাদ শ্রাবণী সিংহ... :)
৫ মার্চ ২০১৫
খুউব সুন্দর ছন্দকারুতা -- ছন্দের কথকতা -- শুভেচ্ছা নিরন্তর কবি ।
৫ মার্চ ২০১৫
ধন্যবাদ স্বপন দা... :)
৪ মার্চ ২০১৫
ছন্দে নাচি, গেঁথেই বাঁচি ছন্দে আছি ছন্দ যাচি.... ছন্দ ছাড়া ছন্নছাড়া প্রাণ ত্রাহিত্রাহি ছন্দ সুখে ছন্দ গড়া ছন্দে অবগাহি। -------------------- প্রাণের কথা ছন্দে ছন্দে কাব্য কথার রন্ধ্রে রন্ধ্রে.......... সতত শুভকামনা করি আরো বেশি সুখী সুন্দর সমৃদ্ধ হোক জীবন।
৫ মার্চ ২০১৫
আপনার ছন্দোময় মন্তব্যে মুগ্ধ হলাম... :)
মন্তব্য করুন