My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

বিষাদের রাত


রাত নিঝঝুম
নেই চোখে ঘুম
জোনাকিরা খেলে খেলা,
নিশ্চুপ মনে
সঙ্গোপনে
নীরবে অশ্রু ফেলা।


জানি না এ চোখে
কেন থেকে থেকে
বাণ ডাকে অকারণে,
আঁধারে একেলা
কেটে যায় বেলা
অদ্ভুত শিহরণে।


জানালার পরে
বসে দেখি দূরে
মিটিমিটি তারা জ্বলে,
মনে যেন চায়
হারাতে সেথায়
বিষাদের ডানা মেলে।


(রচনাকাল: ৮ সেপ্টেম্বর ২০০৬ ইং)



১৫টি মন্তব্য


১৭ এপ্রিল ২০১৭
অনন্য অনুভবে ঘেরা বিষাদের রাত ভালো লাগা রইলো কবির জন্য....
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ!
১৭ এপ্রিল ২০১৭
এতো ভালোবাসা যাদের থাকে তারা সবদিন নিরালায় কাঁদে আর বিষাদেই থাকে।
১৭ এপ্রিল ২০১৭
ভালোবাসা কাঁদায় আবার হাসায়... জোয়ার ভাটায় ডোবায়, আবার ভাসায়!
১৭ এপ্রিল ২০১৭
বিষাদের রাত - সুন্দর মনের চমৎকার লিখনি কবিবর । অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনাকে । ভালো থাকুন । থাকুন আমাদের সাথে ! এই কামনান্তে !
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
১৭ এপ্রিল ২০১৭
"মন যেন চায় হারাতে সেথায় বিষাদের ডানা মেলে।" অনন্য সুন্দর কাব্য ভাবনা ও ছন্দ! মন ছুঁয়ে গেল! একরাশ শুভেচ্ছা ও শুভকামনা!
১৭ এপ্রিল ২০১৭
আপনার প্রতিও শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ!
১৭ এপ্রিল ২০১৭
অসাধারণ ছন্দময় কবিতা। খুব ভালোলাগল
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ রাশেদুল ইসলাম।
১৭ এপ্রিল ২০১৭
খুব সুন্দর...
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ
১৬ এপ্রিল ২০১৭
বিষাদের ডানা মেলে মন উড়তে চায়।। খুব ভাল লাগা কাব্য শুভেচ্ছা রইল কবি। অনেক দিন হয় না কথা আছি যেন বহু দূরে, এতো ব্যস্ত ছিল দিন গুলো এবার এলাম ফিরে। এখন থেকে না হয় রোজ কথা আলাপ হবে কাব্য নিয়ে, কবিতা ছাড়া কবির কাটেনা দিন ভাল ছিলাম না দূরে গিয়ে। কবিতার আসর যেন এক পরিবার আছি সবাই মিলেমিশে এই বাঁধন যাবে না চিঁড়ে কভু কাব্যবীনে সুখ কিসে।
১৭ এপ্রিল ২০১৭
কবিতার মন্তব্যে সুন্দর কবিতার অবতারণায় অসংখ্য ধন্যবাদ! সবাই নানা সময় ব্যস্ত হয়ে যাই, কিন্তু যখনই একটু সময় মিলে, আবার ফিরে আসি। এটাই বড় কথা!
১৬ এপ্রিল ২০১৭
বিরহের অনন্য প্রকাশ!খুব সুন্দর!শুভেচ্ছা অন্তহীন!
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ আপনাকে!
১৬ এপ্রিল ২০১৭
খুবই সুন্দর লিখন ।। অনেক অনেক ভালো লাগা কবি আপনার বই দেখছি আপলোড হয়েছে কিন্তু আমার বইটি আপলোড হচ্ছে না !! অনেকবার ফরম পূরণ করে সেভ দিয়ে কাজ হচ্ছে না... এমনটা কেন হচ্ছে জানাবেন... ভালো থাকুন সর্বদা ।। শুভ কামনা নিরন্তর...
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ। কোন এরর মেসেজ দেখাচ্ছে? কোন তথ্য দেয়া না হলে, বা সঠিক তথ্য না হলে এমনটা হতে পারে। তবে সেক্ষেত্রে কি সমস্যা তা লাল হরফে দেখানোর কোথাও ফরমের কোথাও। প্রকাশের তারিখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে ফরম্যাট ঠিক রাখতে হবে। নিজে টাইপ না করে ড্রপডাউন ক্যালেন্ডার থেকে ডেট সিলেক্ট করলেই ভালো।
১৭ এপ্রিল ২০১৭
কবি, এখন হয়েছে, রকমারি ডট কমের লিঙ্কটা তুলে দিয়েছি যেখানে বই পাওয়া যায় আর তারিখ ড্রপ ডাউন করে দেয়ার পর হয়েছে। কবি আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ।। ভালো থাকবেন...
১৬ এপ্রিল ২০১৭
এগারো বছর আগের লেখা হিসাবে খুব সুন্দর ও কাব্যিক হয়েছে। অভিনন্দন ও ভালোবাসা রইল কবি।
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ বুলবুল দা। ছন্দে অনেক গরমিল আছে। স্বপ্ন পাখি বইটি যোগ করে এর কবিতাগুলো সব এখানে আছে কিনা দেখতে গিয়ে দেখি অনেক কবিতাই আসরে দেইনি। সেই সূত্র ধরেই পুরানো এই লেখাটা দিলাম এখানে।
১৭ এপ্রিল ২০১৭
এর উপর একটা আলোচনার পোস্ট দিয়েছি কবি
১৬ এপ্রিল ২০১৭
khub bhalo.
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ!
১৬ এপ্রিল ২০১৭
অনবদ্য! অনুভুতির অনন্য উপস্থাপনায় বিমোহিত! প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম। ভালো থাকুন সবসময়!!
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ গোলাম রহমান! আপনিও ভালো থাকুন এই কামনা করি।
১৬ এপ্রিল ২০১৭
খুব ভালো লেগেছে বিষাদের রাত।এত বিরহ, এত যাতনা যেন অাকুল প্রতীক্ষার অশ্রুঝড়...
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ ইথার!
১৬ এপ্রিল ২০১৭
অনেক বেশী বিরহ অনেক বেশী বিষাদ
১৭ এপ্রিল ২০১৭
ধন্যবাদ। :)
১৬ এপ্রিল ২০১৭
অনেক ভাল প্রিয়কবি।। ভাল থাকবেন সব সময়।।
১৬ এপ্রিল ২০১৭
ধন্যবাদ আপনাকে!
মন্তব্য করুন