My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

বিদায় বেলা


তোমার আমার সবার খেলাই
      সাঙ্গ হবে
            কখন কবে,
কেউ বুঝি না কেউ জানি না
      কে রবে না
            আর কে রবে।
সবাই ভাবি চারপাশে যা
      চলছে যেমন
            চলুক তবে,
আজ আছি যে কাল রবো না
      কেউ খুঁজি না
            অনুভবে।
এমন করেই দিন ফুরালে
      বেলা শেষে
            সময় হবে,
কেউ কি খুঁজি বিদায় বেলায়
      কার কি তখন
            সঙ্গে রবে?



[রচনাকালঃ ১ জানুয়ারী ২০০৬ ইং]



৬টি মন্তব্য


Maharaj
Maharaj
৩ জানুয়ারী ২০১৩
Pallab da anek dhonyobad; emon mormosporsi ekti podyo upohar deoar jonyo.
১০ ডিসেম্বর ২০১২
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
   জয়দেব দাস
জয়দেব দাস
৮ ডিসেম্বর ২০১২
আসেনি তোমার বিদায় বেলা কবিতা অনেক লিখতে হবে । থাকবে মধুর কথার ছন্দ পল্লবে আর পল্লবে ।।
৮ ডিসেম্বর ২০১২
সুন্দর ছন্দময় এই নিয়ে কোন দ্বন্দ নয়।
৮ ডিসেম্বর ২০১২
উপস্থাপনা খুব সুন্দর । ভাষার মিষ্টতাও ভালো লাগল ।সব মিলিয়ে গুড সার্টিফিকেট দিলাম । লিখতে থাকুন ।
৮ ডিসেম্বর ২০১২
করুণ ভা লো
মন্তব্য করুন