My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

ভাবিনি কখনো


ছেঁড়া তানপুরা অবহেলে থাকে
ধুলোয় ধূসর ঢাকা,
ভাবিনি কতো যে সুর তার আজও
সে ধুলোয় ঢেকে রাখা।
ভোরের যে পাখি থামায় কাকলী
দিবসের আগমনে,
ভাবিনি সে পাখি নতুন প্রভাতও
আবার মাতাবে গানে।
যে ফুল সুবাসে মন কেড়ে নেয়
তাও দেখি ঝরে পড়ে,
ভাবিনি কখনো তার শোভা মনে
থেকে যায় চিরতরে।
ধরণী আলোয় ভাসায় যে রবি
আঁধারে হারাই তাকে,
ভাবিনি কখনো চাঁদের হাসি যে
আঁধারেই ছবি আঁকে।
দেখেছি সে সবই দৃষ্টি ভরে যে
দিয়েছে ধরা যা কাছে,
দেখিনি তারও যে কতো রূপ আরও
আড়ালে লুকিয়ে আছে।
দু'চোখে খুঁজেছি রূপ চারিধারে,
খুঁজিনি দু'চোখ বুঁজে,
আজ যেন তাই দু'চোখ বুঁজেই
চলি সে রূপের খোঁজে।



[রচনাকালঃ ৯ জানুয়ারী ২০০৮ ইং]



৮টি মন্তব্য


rumema
rumema
২৬ অগাস্ট ২০১৪
So nice. Liked it
আরতি সারখেল
আরতি সারখেল
৩ অগাস্ট ২০১৪
খুব ভাল লেগেছে
২৪ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ সবাইকে! :)
২৩ সেপ্টেম্বর ২০১২
দারুন হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০১২
দারুন! ছন্দ ও ভাব সুন্দর। ভালো থাকুন সব সময়।
২৩ সেপ্টেম্বর ২০১২
জানতামনা আমি ভবে, যে কবিতা পড়িনি কখনো, সেটাও সুন্দর হবে।
২৩ সেপ্টেম্বর ২০১২
ভাব-গভীরতার এক অনন্য প্রকাশ এই কবিতায়।কবিতার আসরে এই কবিতাটি আমার একান্ত আপন মনে হয়েছে!কল্পচিত্র ভাবলে ভুল হবে।আমার দৃষ্টিতে এ এক অসাধারণ বাকচিত্র।আমার প্রিয় কবি পল্লবের 'ভাবিনি কখনো' কবিতাটি আমার সংগ্রহে রেখে দিলাম।কবির প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল!!
২৩ সেপ্টেম্বর ২০১২
পল্লব মহাশয় আপনাকে আমার প্রণাম । আবেগ ও মানসদৃষ্টি পূর্ণতা না পেলে এমনটা লেখা যায় না ।
মন্তব্য করুন