My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

আম জনতা


জনগনকে দেননি তারা কিছু,
দেয়ার মতো মন ছিলো না কারও,
আপন পেটের পূজোই গেলেন করে,
বেঁচে থাকলে তাই করবেন আরও।


আর আমরা আম-জনতার সারি,
চোখে দেখেও দেখি না যে কিছু,
এই দল বা ওই দল ভাগ করে
ঘুরে বেড়াই তাদের পিছু পিছু।


কেউ পায়নি, কেউ পাবে না, তবু
আমি কি পাই সেটাই হিসাব করি,
দেশের না হোক চাটুকারি করে
নিজের পেটে যা পাই কিছু ভরি।


দল করি তা দেশের জন্যে নাতো,
দেশের হলে আমার কি যায় আসে?
দেশের সবাই মরলে মরুক যতো,
আমার সুযোগ দেশের সর্বনাশে।


(রচনাকালঃ ২৬ মে ২০১০ ইং)



৯টি মন্তব্য


১৮ সেপ্টেম্বর ২০১৭
ভয়ংকর সত্য কবিতায় তুলে এনেছেন।
১৯ সেপ্টেম্বর ২০১৭
:'(
২০ অক্টোবর ২০১২
আরো লিখুন
১৮ অক্টোবর ২০১২
আমজনতার কথা কেন বলেন বারেবার কয়েক টাকার লোভে যারা বেচেন ভোটের অধিকার । অমুক ভাইয়ের তমুক ভাইয়ের দোষ আর নির্বাচনের পরে আমজনতা যা নিয়েছেন লাভসহ তুলবেনইতো ঘরে ।
১৮ অক্টোবর ২০১২
ধন্যবাদ অরুন কারফা। আসলেই, পুরানো কথা। তবে তা নতুন করে স্মরণ করার প্রয়োজন অনস্বীকার্য। এড. গাজী তারেক আজিজ এবং অনিত্য, আপনাদেরও ধন্যবাদ।
১৮ অক্টোবর ২০১২
জনগনকে তারা কিছু না দিলেও জনগন তাদের হাতেই সব তুলে দেয়।
১৮ অক্টোবর ২০১২
ভালো।
১৭ অক্টোবর ২০১২
কথা গুলো এতই সত্য, এই নিয়ে রেখেছে কতই না জনে, কত বক্তব্য, তবুও শুনলে লাগে ভালো, বোঝা যায় কবি দায়ীত্ব সচেতন, জ্বালতে রাজী মনেতে আলো।
১৭ অক্টোবর ২০১২
ধন্যবাদ সাইদুর রহমান।
১৭ অক্টোবর ২০১২
ভালো লেগেছে।
মন্তব্য করুন