My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

আলো-আঁধারি


আমি আঁধারে আঁকিনি বিষাদের রেখা ধূসর ক্লান্তিময়
      বেলা শেষ হলে আঁধারই নেমেছে ঘরে,
      পথ হারিয়ে থামিনি পথের খুঁজে পেতে পরিচয়,
      দেখি পথটাই শেষ হয়েছে হঠাৎ করে।

আমি হৃদয়ের বাঁধ ভাঙ্গিনি দু'চোখে ঝরো ঝরো বরষায়
      বাঁধ ভাঙ্গা মন ভেঙ্গেছে আপন লয়ে,
      মনের গহীনে আঁধার আঁকিনি ক্ষরণের বারতায়,
      মনের দুয়ার অযতনে গেছে ক্ষয়ে।

আমি নিরাশার মাঝে হারাইনি তাও আলোর স্বপ্নরেখা
      আঁধারে দেখেছি ঝিকিমিকি তারা জ্বলে,
      রাত পোহালে তবেই তো মিলে নতুন ভোরের দেখা
      জানি দুঃসময়ও দলা যায় পদতলে।

আমি পথচলা শেষে থামিনি যে তাই ঠিকানার দ্বারে এসে
      নতুনের শুরু খুঁজেছি পথের বাঁকে,
      যতবার তাই আঁধার এসেছে ততবারই রাত শেষে
      দেখেছি আবার নতুনের আলো থাকে।


(রচনাকালঃ ৭ই জানুয়ারি ২০১৫ ইং)


১২টি মন্তব্য


১ মে ২০১৫
খুব সুন্দর...
৫ মে ২০১৫
ধন্যবাদ :)
৮ জানুয়ারী ২০১৫
আবেসিত ভাবনা আর শব্দে লেখা ... ভালো লাগলো কবি
৮ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ দীপঙ্কর... :)
৮ জানুয়ারী ২০১৫
বাহ! খুব ভাল লাগল।
৮ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ কুয়াশা রায় :)
৮ জানুয়ারী ২০১৫
বাঃ আঁধারের কাছে যাইনি, আঁধারই এসেছে আমার ঘরে! পথের পরিচয় পেতে থামিনি পথ হারিয়ে, পথই শেষ হয়ে গেছে হঠাৎ করে; রাত পোহালে তবেই তো নতুন ভোরের দেখা, নতুন স্বপ্ন আঁকা। যতবার আঁধার আসে ততবারই তো আঁধার শেষে নতুন আলো ফোটে, আর সে আলোয় নতুনের শুরু হয় পথের বাঁকে। ভীষণ আশাব্যঞ্জক কবিতা। কবিতার ভাব যে পাঠক মনেও নতুন আশার সঞ্চার করে যায়। মুগ্ধতা জানবেন আমার। শুভেচ্ছা থাকলো।
৮ জানুয়ারী ২০১৫
অনেক ধন্যবাদ আপনার প্রশংসাসূচক মন্তব্যের জন্য... :)
৮ জানুয়ারী ২০১৫
খুব ভাল লাগল কবি।
৮ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ শিমুদা :)
৮ জানুয়ারী ২০১৫
খুব আশা জাগানিয়া কবিতা - "রাত পোহালে তবেই তো মিলে ভোরের দেখা" নিরাশার আঁধারেও এমনি করেই আলোর রেখা ফুটে উঠে - "যতবার তাই আঁধার এসেছে ততবারই রাত শেষে দেখেছি আবার নতুনের আলো থাকে।" কবিতা পড়ে সকালটা ঐশ্বর্যময় হয়ে উঠল। কবিকে শুভেচ্ছা জানাই।
৮ জানুয়ারী ২০১৫
আপনার সুন্দর বিশ্লেষণে কবিতাটি আরও সার্থক হয়ে উঠলো! চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। :)
৭ জানুয়ারী ২০১৫
বিজ্ঞ কবি, মাত্রা ও ভাব বিন্যাসে আমার দক্ষতার ঘাটতি নজর কাড়া- আমার স্বভাব আমি যখন কবিতা পড়ি তখন দেখি তা আবৃতিতে বা সুরে কতটা সাবলীল।আর শব্দ গুলো কতটা অনুভুতিতে নাড়া দেয়। আপনার এ লেখাটি এগুলির কোনটিতে ঘাটতি নেই- আবূতি বা সুরে। শব্দের ব্যাপারে আমি খুতখূতে- এটি আমার দোষ - কবি হোক শব্দের হাটে কৃপন ক্রেতা- আপনার ব্যাবহৃত -মোরে- শব্দটি চোখে খূব লাগল যে । ঐ শব্দটিক - ঘিরে-শব্দে রুপান্তর করা যায় কি? ত্রুটি মার্জনা প্রিয়- শ্রদ্ধা-- অন্তরের--
৭ জানুয়ারী ২০১৫
"মোরে" শব্দটিতে আমারও খুতখুতে ভাব ছিলো শুরু থেকেই। কিন্তু এর পরিবর্তে "ঘিরে" দিলে আরও বেমানান হবে বলে মনে হয়। তবে "মোরে" বাদ দিয়ে নতুন করে সাজালাম আবার লাইনটা। আশা করি এখন আগের চেয়ে শ্রুতিমধুর হবে লাইনটা। :) এছাড়া "অযতনে" শব্দটি নিয়েও আমার একটু খুতখুতানি ছিলো, তবে সেটাকে আপাতত তেমনই রেখে দিলাম। :)
৭ জানুয়ারী ২০১৫
সুপ্রিয়, নিরূপিত ছন্দে আশাবাদী ভাবনার বিন্যাসে সজ্জিত কাব্যমালা......... নন্দিনী!!! আসরের কান্ডারিকে সেলাম!
৭ জানুয়ারী ২০১৫
অনেক ধন্যবাদ প্রনব-দা :)
৭ জানুয়ারী ২০১৫
খুব প্রেরনামুলক লেখা! সুরের ও স্বরের ব্যান্জনায় প্রকাশ করেছন আলোর পথে উদ্দিপনার মনত্রে নতুন্ ও সত্যেয জয়গাথা- দু একটি শব্দ ছাড়া শব্দ চয়ন -মাত্র্রাবিন্যাস উপমা- সার্বিক রূপকল্প প্রশংসার দাবি বাখে। মননশীল,নান্দনিক কবির প্রতি শ্রদ্ধা-
৭ জানুয়ারী ২০১৫
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। দু'একটি শব্দ আমার নিজের চোখেও পড়েছে, তবে চেঞ্জ করতে গিয়ে দেখি ভাবটা আগের মতো থাকছে না। মাত্রার বিন্যাসেও প্রতি প্যারায় কিছু হেরফের আছে। এটাও ঠিক করতে গিয়ে দেখি যে কথার মূল টানটা হারিয়ে যাচ্ছে। তাই আর সেসবে হাত দেইনি। তবে আমার হিসাবের বাইরেও কিছু থেকে যেতে পারে, যা হয়তো আপনি বিস্তারিতভাবে তুলে ধরলে বুঝতে পারতাম। :)
৭ জানুয়ারী ২০১৫
খুবই মন্ত্রমুগ্ধতায় কবিতা
৭ জানুয়ারী ২০১৫
ধন্যবাদ আহমাদ সা-জিদ :)
৭ জানুয়ারী ২০১৫
আমি পড়েছি অনেক, দেখেছি অনেক এই আসরের কবি . পড়েনিকো কভু দৃপ্ত আশার লেখা, . যতবার পড়ি, ততবার ভাবি এটা যেন ছায়াছবি . আঁধারের মাঝে সূর্যালোকের রেখা। অনেক ভালো লাগা রেখে যাই, কবি পল্লব।
৭ জানুয়ারী ২০১৫
আপনার মন্তব্যের চারলাইন মুগ্ধ হয়ে বারবার পড়ছি... :)
৭ জানুয়ারী ২০১৫
আঁধারের বিষাদ কাটে নতুন সকাল এসে, পথের শেষে পথ, নতুন আলো অবশেষে। এমন কবিতা পাঠে মুগ্ধ হতেই হয়, চরণে, স্তবকে, আশা জাগানিয়া জয়। ভাললাগা, ভালবাসা সাথে প্রীতিময় শুভেচ্ছা রইলো।
৭ জানুয়ারী ২০১৫
অনেক অনেক ধন্যবাদ আগুন নদী :)
মন্তব্য করুন