My Blog

The following post has been published in www.tarunyo.com website.

সপ্তপদী স্বপ্ন




সপ্তপদী স্বপ্নগুলো ভাসলো যদি জলে,
ঢেউয়ের তালে ছন্দ তুলে
ছোট্ট পাতার নৌকো দোলে,
চোখের জলের মুক্তোদানাও ডুবলো অথৈ তলে।

কয়েক ফোটা রঙের মাঝে হাজার রঙের খেলা,
রংধনু রং সাজিয়ে রেখে
নীল এনে ঐ আকাশ থেকে
জলের মাঝে মিলাই তাকে রাঙ্গিয়ে কিশোর বেলা।

মুখ লুকানো স্বপ্নগুলোর মন দোলানো আশা,
নেশায় মাতাল অবাক প্রাণে
জোয়ার ভাটার টানে টানে
মিলেমিশে এক হয়ে যায় দুঃখ-সুখের ভাষা।

আন্মনা তার ঢেউয়ের মাথায় নাচে আলোর রেখা,
আলো ছায়ার নানান খেলায়
ছন্নছাড়া অবুঝ বেলায়
চোখ ভরি তাও মনের মাঝে পাই না আলোর দেখা।

সপ্তপদী সুখগুলো সব ভাসিয়ে দেয় ডানা,
যা বুঝি তাও অবুঝ থাকে,
পথ হারিয়ে মনের বাঁকে
এমন দিনে সব হারাতে নেই বুঝি আর মানা।


(২৩/০৭/২০১০ ইং)


০টি মন্তব্য


মন্তব্য করুন