My Blog

The following post has been published in www.tarunyo.com website.

পথের হিসাব


আমি চলবো বলেই থমকে আছি পথে,
খুঁজে দেখবো বলেই পাইনি পথের দিশা,
কতো পথ মিশে যায় এক পথে দূর হতে,
সকল পথেই খেলে আলো-অমানিশা।

আমি বুঝবো বলেই ভাবি দু'চোখ বুঁজে,
আমার ভাবনা শুধুই হারায় আঁধার তলে,
কতো জটিল জটিল হিসাব দেখি খুঁজে,
সকল হিসাব মিলায় শুন্য ফলাফলে।

আমি পথ চলাকে দিলাম যে তাই ছুটি,
আমার পিছু ফেরাও আর হবে না জানি,
অচল স্থিরতায় মন বেঁধে আজ জুটি
আপন স্মৃতির পাতায় আঁকি সময়খানি।

আমি নিজের মাঝেই আপন মনে ডুবি,
মনের শুন্যতাকেই আবার অনুভবি।



(৮ নভেম্বর ২০১৩ ইং)


৫টি মন্তব্য


১ মার্চ ২০১৮
ভাল।
২৯ এপ্রিল ২০১৪
অসাধারণ ভাবনা....
৯ নভেম্বর ২০১৩
ফলাফল শুন্য বলে পথে কেন থামেন গন্তব্যে পৌঁছবেন ঠিক, সাহস নিয়ে আবার যদি নামেন । আধেক পথ চলেই যদি টানেন পথের ইতি আমরাতো ভাই, নামার আগেই পাবো বেজায় ভীতি ।
৯ নভেম্বর ২০১৩
অসাধারণ আপনার ভাবনা গুলো র প্রকাশ। খুবই ভালো লাগলো। দারুণ হয়েছে।
৯ নভেম্বর ২০১৩
সুন্দর অনুভুতি, ভাল লাগল
মন্তব্য করুন