My Blog

The following post has been published in www.tarunyo.com website.

নিরবধি


জলে ঢেউ খেলে আকাশের তারা
ছায়াঘেরা মায়াময়,
বাতাসের টানে গাছে গাছে যেন
নীরবতা কথা কয়।
মেঘের চাঁদোয়া ভেসে ভেসে চলে
অস্ফুটে বহুদূর,
সাথে ভেসে চলে চাঁদের জোয়ারে
আনমনা কোন সুর।
দূরে রাতজাগা পাখি বুঝি ডাকে
থেকে থেকে অবিরাম,
সাথে জেগে থাকি তুমি আর আমি
নিশাচর দুই প্রাণ।
কতো কতো কথা হয়ে যায় চোখে,
ঠোঁটে ঠোঁটে, ইশারায়,
প্রণয়ের সুধা বাঁধ ভাঙ্গে যেন
হৃদয়ের কিনারায়।
তৃপ্ত বাসনা হৃদয়ের টান
সুগভীর আরও করে,
ভিন্ন হৃদয় এক হয়ে মেশে
সকলের অগোচরে।
এই চাঁদ আর তারাভরা রাত
দেখে যায় তারা সবই,
তোমার ছোঁয়ায় মনের গহীনে
পূর্ণতা অনুভবি।
এভাবেই আরও রাত যেন আসে
তুমি আমি পাশাপাশি,
হাতে হাত রেখে চোখে চোখে ক'বো
"তোমাকেই ভালবাসি"।



২টি মন্তব্য


৩০ অক্টোবর ২০১৩
খুবই চমৎকার হয়েছে।
৩০ অক্টোবর ২০১৩
ধন্যবাদ সাখাওয়াৎ :)
৩ নভেম্বর ২০১৩
পল্লব ভাই একদম দেখা নাই।কি ....খুব ব্যস্ত নাকি? একটু ফুসরত পেলে আমার পাতায় ঢুঁ মেরে যাওয়ার নিমন্ত্রণ।
২৯ অক্টোবর ২০১৩
bah....khub sundor
৩০ অক্টোবর ২০১৩
ধন্যবাদ ইনসিগনিয়া... :)
মন্তব্য করুন