My Blog

The following post has been published in www.tarunyo.com website.

মা তোর মুখের ভাষা


মাগো তোর মুখের ভাষায় বলছি মনের কথা,
ঐ দেখ তোর ভাষাতেই সূর্য হাসে
তোর ভাষাতেই জোছনা ভাসে,
প্রাণের সকল কথাই মাগো তোর ভাষাতে গাঁথা,
মা তোর মুখের ভাষায় খুঁজে বেড়াই
প্রাণের আকুলতা।

কি মধুর তোর কথা মা, কেমনে বুঝাই বল?
এ বুলি যতোই শুনি তোর বুলি মা প্রাণে যে দেয় দোল,
এ ভাষায় পরশ বুলায় মা তোর গায়ের সুগন্ধী আঁচল।
তোরে মা কেমনে বুঝাই বল?

মাগো তোর মুখের ভাষা কাড়বে কে বল মোরে?
কে আঘাত করবে মা বল তোরে।
যতো তোর বিদ্রোহী সব দামাল ছেলের দল
আছে মা, ভয় কিসে তোর বল।

এ দেহে থাকতে মা প্রাণ চিন্তা যে নাই তোর,
ডেকে দেখ, সকল বাঁধার বাঁধন টুটে
তোর কাছে মা আসবো ছুটে,
আঘাতে আনবো দেখিস ক্ষুব্ধ তুমুল ঝড়।
ছেলে তোর রুদ্র মাগো, ভীষণ ভয়ংকর।

মা তোর চিন্তা কোন নাই,
আমি তোর দামাল ছেলে, তোর চরণে
একটু মা দিস ঠাঁই।



২টি মন্তব্য


২৮ এপ্রিল ২০১৪
onik onik valo laglo kobita
২৯ এপ্রিল ২০১৪
ধন্যবাদ পিটুল... :)
২২ ফেব্রুয়ারি ২০১৪
ভালো লাগল।
২৫ ফেব্রুয়ারি ২০১৪
ধন্যবাদ শিশির... :)
মন্তব্য করুন