My Blog

The following post has been published in www.tarunyo.com website.

হরতালের ডাক


কবিতাটি অনেক আগের কোন এক হরতালকে উদ্দেশ্য করে লিখেছিলাম। কিন্তু এখন যে অবস্থা চলছে বাংলাদেশে, তাতে নতুন করে এখানে আবার লেখাটি দিলাম হরতালের প্রতি মনের ঘৃণা প্রকাশের জন্য।


হরতালের ডাক
------------

আসছে আবার হরতাল,
এদেশের হালচাল, অর্থনীতির হাল
ভেঙ্গেচুড়ে দিয়ে ফের করো গোলমাল।

শকুন-শকুনী মাতো সুখ-নৃত্যে,
জ্বালাও পোড়াও সব, বিবেকের অনুভব
ভুলে যাও কবে ছিলো এই চিত্তে।

শুনবো না কিছুতেই কারো হাহাকার,
দেশের কে ভাল চায়?
কার কি বা আসে যায়
ভাত যদি নাই জোটে রিকশাওয়ালার?

তাদের তো পেট বলে কিছু নেই আর।
আমাদের পেট বড়, আগে তাকে তাই ভরো,
পুরো দেশটাই গিলে করবো সাবার।

যতো পাই ততো চাই নিয়ম এটাই,
অনাহারে থাকে যারা, থাকতে পারবে তারা,
আগে এই আমাদের ক্ষিদে তো মিটাই।

আমরা মনিব, আর চাকর সবাই,
তাই আমাদের তরে যদি কিছু লোক মরে
সে মরণে সুখ ছাড়া আর কিছু নাই।

তাই তো ডেকেছি হরতাল,
রক্তে রাঙ্গানো হাতে আবার উঠবো মেতে,
ক্ষমতার লোভে হবো ফের বেসামাল।


(১৯ মে ২০১০ ইং)


৩টি মন্তব্য


১ মার্চ ২০১৮
হরতালের নাড়ী নক্ষত্র বুঝা গেল।
১৫ নভেম্বর ২০১৩
আসুন আমরা হরতালের প্রতিবাদে হরতাল পালন করি।
১৫ নভেম্বর ২০১৩
আপনার এই কথায় আমার কলেজ জীবনের কথা মনে পড়ে গেলো। :) সেখানে প্রায়ই ছাত্ররা মিছিলের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল বের করতো। :)
১৪ নভেম্বর ২০১৩
ভালো লাগলো ।
১৪ নভেম্বর ২০১৩
ধন্যবাদ রাখাল... :)
১৪ নভেম্বর ২০১৩
আ.ধ.
মন্তব্য করুন