My Blog

The following post has been published in www.tarunyo.com website.

গাধা


এক দেশে এক গাধা ছিলো
এক দেশে এক গাধা,
নাকের কাছেই মুলো ছিলো,
মুখ ছিল তার বাঁধা।

লাফ দিতো সে ঝাঁপ দিতো সে
দৌড় কিংবা হাটা,
মুলো তবুও ঝুলতো সুখেই,
ব্যর্থ সকল খাটা।

চলতো গাধা, গাধার পিঠে
বোঝায় বোঝায় ভারী,
গাধার যিনি মালিক তিনিও
গাধায় যে সওয়ারী।

বেগার খাটায় কাহিল গাধা
ভাবতো তবুও সুখে
আজ না হলেও কাল সে মুলো
দেবেই দেবে মুখে।

দিনে দিনে বছর গড়ায়
গাধার বয়স বাড়ে,
বাতের রোগী বুড়ো গাধা
খেটে খেটেই মরে।

মুলো তখন মালিক নিজেই
মনের সুখে খেয়ে
চলতে থাকে আবার নতুন
গাধায় সওয়ার হয়ে।

এমন করেই আসতে থাকে
গাধার পরে গাধা,
মুলো ঝুলে, আর গাধাদের
মুখ থেকে যায় বাধা।

* * * * * * * * * * *

আমরা সবাই আমজনতাও
এই গাধাদের মতো,
দেশের সকল বোঝার ভারে
আজ ক্ষত বিক্ষত।

বোঝার উপর আঁটির মতো
নেতাও বসেন চেপে,
প্রতিশ্রুতির মুলোর নামে
চাবুক চালান ক্ষেপে।

আমরা তবুও চলতে থাকি
বিনা প্রতিবাদে,
আর নেতারা মুলো নিজেই
খান সাধে আহ্লাদে।

এমন করেই গাধার মতো
শুধুই দেখে দেখে,
এই আমরাও বুড়ো হবো
সবাই একে একে।

বেলা শেষেও সবাই যদি
চুপ থেকে যাই তবে,
গাধা থেকে আমরা বলো
মানুষ হবো কবে?



৪টি মন্তব্য


১৪ সেপ্টেম্বর ২০১৩
সত্যিই প্রসংশা করার মতো।
১৫ সেপ্টেম্বর ২০১৩
ধন্যবাদ :)
১৩ সেপ্টেম্বর ২০১৩
আমরা আমজনতা আসলেই ঐ গাধাদের মতই হয়ে গেছি। সময়োপযোগী কবিতাই লিখেছেন পল্লব ভাই।
১৩ সেপ্টেম্বর ২০১৩
ধন্যবাদ রাসেল। সময়োপযোগী কিনা জানি না, তবে অনেক লম্বা সময় ধরে এই কবিটাটি লিখেছি বলতে পারেন। (প্রায় কয়েক বছর)
১৩ সেপ্টেম্বর ২০১৩
চমৎকার
১৩ সেপ্টেম্বর ২০১৩
ধন্যবাদ মাহমুদুল... :)
১৩ সেপ্টেম্বর ২০১৩
Kobita Ta Sotto ... Gadhar Pic Tao Besh Dilen :D
১৩ সেপ্টেম্বর ২০১৩
হা হা হা... ধন্যবাদ... :) বেশ কিছু ছবি নিয়ে ফটোশপ দিয়ে গাধার ছবিটা তৈরি করতে হয়েছিলো...
মন্তব্য করুন