My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

সুখ-দুঃখ


আমার) অনেক অনেক দুঃখের মাঝে সুখও আছে নানা
দুঃখ-সুখের বহুদিনের ভীষণ চেনা-জানা।
দুঃখের জলেই সুখগুলোকে চিনি,
চোখের জলেই সুখগুলোকে কিনি।
তাই) সঙ্গ দিতে দুঃখটাকে আর করি না মানা।

স্মৃতি থেকে দুঃখগুলো হারিয়েছে দূরে,
দুঃখগুলোও স্মৃতির পাতায় বেড়ায় সুখের সুরে।
সেই) স্মৃতির মায়া আঁকড়ে ধরেই জীবনটাকে টানা,
জীবন আমার দুঃখ-সুখেই পেয়েছে ঠিকানা।

দুঃখ আমার, সুখও আমার, দু'টোই ভীষণ দামী
ভাঙ্গা-গড়ার উথাল পাথাল, দুই মিলিয়েই আমি।
তাই) নিজেকে আজ স্বীকার করে তবেই হলো জানা,
সুখ ও দুঃখের একের মাঝে অপরের সীমানা।



(রচনাকাল: ২৩ এপ্রিল ২০১৭ ইং)


১৬টি মন্তব্য


১০ ফেব্রুয়ারি ২০১৮
সীমান্ত দখল খেলা ! সুখ দুঃখ ।
২৪ এপ্রিল ২০১৭
সুখের তরে দুখ, দুঃখবিনা নেই সুখ ৷ পৃথিবীর চিরন্তন সত্য কথার কাব্য, শুভেচ্ছা ও প্রাণের ভালবাসা প্রিয় কবিকে, ভাল থাকুন সবসময় ৷
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
২৪ এপ্রিল ২০১৭
জীবন সুখ-দুঃখেরই মিলিত রূপ! তাই তো কান্না হাসি থাকে পাশাপাশি। জীবন থেকে নেয়া সত্যের দারুন কাব্যরূপ। খুব ভাল লাগা রেখে গেলাম প্রিয় কাব।
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ আদৃত কবি!
২৪ এপ্রিল ২০১৭
সাগরের ঢেউ যেমন বারবার তৈরি হয় আর ভেঙে যায়, সুখ-দুঃখ তেমন আসে যায়। জীবনে হয়ত দুটিরই প্রয়োজন। অনন্য ভাবনার লেখনী! মন ছুঁয়ে গেল! একরাশ শুভেচ্ছা ও শুভকামনা!
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ সৌমেন!
২৪ এপ্রিল ২০১৭
সুন্দর জীবনবোধের কবিতা। জীবনে সুখ-দুঃখ দুইভাই পাশপাশি চলে এক-কে যায় না বোঝা অপরকে না পেলে। অনাকাঙ্ক্ষিত টাইপোগুলো ঠিক করে নাও কবি। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
২৮ এপ্রিল ২০১৭
ধন্যবাদ। ব্র্যাকেটগুলো টাইপো না, ইচ্ছে করেই দেয়া হয়েছে ছন্দের শুরুর অতিপর্বগুলোকে আলাদা করার জন্য।
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ বুলবুল দা। টাইপোগুলো একটু উল্লেখ করে দিন প্লিজ। নইলে সহজে চোখে পড়ছে না!
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ কবি। চার জায়গায় অযাচিত ব্র্যাকেট - 🔼১ম লাইন: আমার) অনেক... 🔼৫ম লাইন: তাই) সঙ্গ দিতে... 🔼৮ম লাইন: সেই) স্মৃতির মায়া 🔼১২শ লাইন: তাই) নিজেকে... 😇
২৪ এপ্রিল ২০১৭
সুখ-দুঃখ ।। মুগ্ধতায় মন ছুঁয়ে গেলো ।। দারুণ লিখন সুস্থ থাকুন সর্বদা ।। শুভ কামনা নিরন্তর...
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
২৪ এপ্রিল ২০১৭
সুন্দর উপলব্ধির অনন্য কাব্যে বিমোহিত! প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম। ভালো থাকুন সবসময়!!
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ আপনাকে :)
২৪ এপ্রিল ২০১৭
সুখগুলো সব বিলিয়ে দিলাম, দুঃখগুলো আমার থাক দুঃখগুলো রয় না একা, সুখগুলোকে দেয় যে ডাক। সুখ-দুঃখ দুজন মিলেই ভরিয়ে রাখে আমার এ বুক তোমার তরে আমি তবু চাইব শুধু সুখ আর সুখ। খুব সুন্দর কবিতা কবি। অনেক শুভেচ্ছা জানবেন।
২৫ এপ্রিল ২০১৭
সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৪ এপ্রিল ২০১৭
সুন্দর উপস্থাপন । "সুখ-দুঃখ" । শুভেচ্ছা কবিকে ।
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
২৪ এপ্রিল ২০১৭
মুগ্ধতা শুভেচ্ছা রইল কবি।
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ পি.কে. বিক্রম!
২৪ এপ্রিল ২০১৭
খুব ভালো কবিতা। অসাধারণ
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
২৪ এপ্রিল ২০১৭
জীবন সুখ ও দুঃখে পূর্ণ - আপনি কবিতায় সঠিক কথাই বলেছেন l এই দুইটিকে সমভাবে গ্রহণ করবার কথা বলে সঠিক জীবনদর্শন দিয়েছেন l কবিতাটি আঙ্গিকগত ভাবেও সুন্দর হয়েছে l শব্দ চয়ন প্রাসঙ্গিক l ছন্দ সুন্দর বলে পাঠেও আনন্দ আছে l সুখ-দুঃখ কেন্দ্রিক এই কবিতাটি পাঠ করার পর আমার মধ্যে কিছু ভাবনার গুঞ্জন শুরু হয়ে গেল l সেটা নিবেদন করছি l সুখ ও দুঃখের বিষয়ে আমাদের প্রকৃত অবস্থানটা কি সেটা আমরা নিজেরা অনেক সময় ঠিক করে উঠতে পারি না l কোনটা যে আমরা চাই - সুখ নাকি দুঃখ, সেটাও অনেক ক্ষেত্রে বুঝে ওঠা যায় না l আবার, একটি ঘটনা সুখের অনুভূতি দেয়, নাকি দুঃখের - সেটাও বলে দেয়া কঠিন অনেকক্ষেত্রে l সময় এখানে একটি মাপক l অতীতের দুঃখজনক কোনো অভিজ্ঞতার স্মরণ বর্তমানে সুখের অনুভব দেয় l আবার বিপরীতটা হয় যখন অতীত সুখের স্মৃতি বর্তমানে চোখকে অশ্রুসিক্ত করে l যাই হোক, আমি এটুকু বুঝেছি, মানুষের কাছে দুঃখের একটা নান্দনিক ভাবাত্ম্যক আবেদন আছে, যেটা সুখের ক্ষেত্রে আসে না l এজন্য মানুষ সুখের চেয়ে দুঃখকে কামনা করে বেশী l পয়সা দিয়েও দুঃখ কেনে l বরং খুশির অনুভব পেলে মনটা দুঃখী হয় l বিষয়টি স্বরচিত একটি কবিতার মাধ্যমে নিবেদন করলাম l দুঃখবাদ চাইটা কী যে আমরা সবাই জানি কী তা ? দুঃখ ভরা জীবন মাঝে দাঁড়াই কোথা ? সময় পেলে স্বজন মিলে গল্প ধরি দুঃখ বেঁটে মনটা সবাই হাল্কা করি l পরব মাঝে সময় করে সিনেমা যাই মশকরাতে হাসির চোটে খিল ধরে যায় l এমন বাজে সিনেমা দেখে খুশি মাটি পরের বছর খবর নিয়ে টিকিট কাটি l সিনেমা শেষে কাঁদতে কাঁদতে হলের বাহির নায়ক মরে নায়িকা মরে শোকের জাহির l বুক ফেটে যায় দুঃখে তাদের চোখটা কাঁদে মন খুশিতে যায় যে ভরে ভালো ছবির সেই স্বাদে l আমরা নিজে চাই যে কি যে অর্থ দিয়ে কান্না কিনি হাসলে পরে ছবির মাঝে বাজে ছবি এটাই মানি l জীবন মাঝে দুঃখ এত দুঃখে তবু মনটা ভরো খুশির আশা সুখের চাওয়া রহস্য তার কেমনতরো l নমস্কার নিবেন l
২৫ এপ্রিল ২০১৭
সুন্দর কবিতা লিখেছেন! সুন্দর ও বিশদ আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। :)
২৪ এপ্রিল ২০১৭
মন ছুঁয়ে গেল কবি । ভীষণ ভালো লিখেছেন ।
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ তীর্থঙ্কর!
২৪ এপ্রিল ২০১৭
খুব সুন্দর অনুভবের কাব্য!একরাশ ভালোলাগা রেখে গেলাম!শুভেচ্ছা কবি!
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ :)
২৪ এপ্রিল ২০১৭
দুঃখ মিলে জীবন।ধন্যবাদ কবি সুন্দর কাব্যের জন্য
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ!
২৩ এপ্রিল ২০১৭
সুখ আর দুঃখ জীবনেরই অংশ সুখের আশা করলে দুঃখকেও হাসি মুখে বরণ করে নিতে হয় দুঃখের শেষে তবেই সুখের আগমন। নতুন তাজা কবিতা, অনেক দিন পর মনে হয়। ভালবাসা রইল কবি।
২৫ এপ্রিল ২০১৭
ধন্যবাদ! অনেক দিন পর লেখা বটে, তবে প্রথম দুই প্যারা আরও ৩ বছর আগে লিখে রেখেছিলাম। বাকিটুকু এখন শেষ করলাম আরকি।
মন্তব্য করুন