রাতের তারা
রাতের আকাশে ঝিকিমিকি জ্বলে মৌনতা মাখা তারা,
কে যে কতো কাছে, কেউ দূরে আছ,
ছোট-বড় মিলে ভেদাভেদ ভুলে
বিশালতা ছুঁয়ে এক হয়ে গেছে ভিন্ন সকল ধারা।
দূর থেকে তাই দেখি,
আকাশের বুকে সব তারকাই একই।
আমরা মানুষও তাই।
দূর থেকে দেখো, মানুষে মানুষে
ভেদাভেদ কিছু নাই।
আমরা সবাই আনন্দে হাসি, দুঃখে ভাসাই বুক,
সাদা-কালো বলো, মন্দ বা ভালো,
ধনী ও গরীব সব মানুষেরই
আছে দুঃখ, আছে সুখ।
আমরা মানুষ ভাই,
পৃথিবীর বুকে তারকা যে আমরাই।
হাতে হাত ধরে চলো একসাথে চলি,
আঁধারের বুকে আমরাই যেন
শুভ্রতা হয়ে জ্বলি।
(রচনাকালঃ ১৫ মে ২০১৩ ইং)
৫টি মন্তব্য
মন্তব্য করুন