পথ চলা
চলার পথে ক্লান্ত হলে
থামবে নাকো চলা,
চলবে জীবন লক্ষ্যবিহীন
পথেই সারা বেলা।
এমন করেই দিন ফুরাবে
আঁধার হবে সবই,
ডুববে জেনো হঠাৎ করেই
জীবন অস্তরবি।
তার আগে কি একটু ভাবার
সময় হবে কারো?
এই জীবনের লক্ষ্য খুঁজ
একটু যদি পারো।
[রচনাকালঃ ৪ মে ২০০৭ ইং]
১০টি মন্তব্য
মন্তব্য করুন