অনন্তের পথে
যদি ঐ মেঘের ভারেই
আঁধার নামে বসুন্ধরায়,
আমি তাও বাইবো তরী
অনন্তেরই এই দরিয়ায়।
যতদূর চলতে পারি
চলবো তবু ছাড়বো না হাল,
যদি হাল ছাড়ি তবে
হাল ছাড়াতেই মেলাবো তাল।
যেদিকে স্রোত নিয়ে যায়
চলবো স্রোতের বাঁকে বাঁকে,
আমাকে দেখতে হবে
শেষের পরেও শেষ কি থাকে।
(রচনাকালঃ ২৬ অগাস্ট ২০১২ ইং)
৯টি মন্তব্য
মন্তব্য করুন