নির্ঘুম রাত
আকাশের মেঘ যদি
ঢেকে দেয় তারা,
রাত নির্ঘুম কাটে
মন দিশেহারা।
বাতাসের কথাগুলো
ভেসে যায় কোথা,
মন জেগে রয়, মনে
জেগে রয় কথা।
হাতছানি দিয়ে যায়
স্বপ্ন যে মনে,
তার টানে মন ভেসে
যায় আনমনে।
হারাই কোথায় আমি
তাই বারে বারে
কি স্মৃতির মায়াজালে
মনের গভীরে!
(রচনাকাল: ২৪ নভেম্বর ২০০৬)
৯টি মন্তব্য
মন্তব্য করুন