মাতাল সুখ
আজ জীবন সুখের হিল্লোলে
এই প্রাণ দোলে এই মন দোলে,
আজ হিমেল হাওয়া ঢেউ তুলে যায়
মন বাগিচার ঝাউতলে।
আজ নাচবো রে আজ নাচবো রে,
আজ নাচের মাঝেই বাঁচবো রে,
আর নতুন তালের ঝংকারে আজ
নতুন রঙে সাজবো রে।
সব কষ্ট ছিঁড়ে কষ্ট ফুঁড়ে
জাগলো প্রাণের কোন আলো!
আঁধার ছিঁড়ে জাগলো এ কোন
স্বপ্ন নতুন জমকালো!
সেই স্বপ্নে আমি বিভোর হয়ে
থাকবো ডুবে থাকবো রে,
দুঃখ-শোকের জীর্ণ জরা
স্বপ্ন দিয়েই ঢাকবো রে।
আজ দিলেম সকল বাঁধ খুলে,
সব দুঃখ গেলাম আজ ভুলে,
আজ মাতাল সুখের প্রলয় নাচন
যাক এ মনে ঢেউ তুলে।
(রচনাকালঃ ১৮ অক্টোবর ২০১২ ইং)
৫টি মন্তব্য
মন্তব্য করুন