কী আসে যায়!
একটি দিনে কী বা আসে যায়!
বছর ঘুরে একটি করে
প্রতিদিনই যে দিন ঝরে
এ দিন কি আর বেশি বলো তাদের তুলনায়?
এমন তো নয় বছর শেষে
হঠাৎ করেই আজকে এসে
চুল পেকেছে, কিংবা বলি চোখের কিনারায়!
যে দিন থেকেই হোক না শুরু
প্রতিদিনই হচ্ছি বুড়ো
প্রতিদিনই একটু আরো যাচ্ছি ঠিকানায়।
একটি দিনে কী বা আসে যায়!
২২টি মন্তব্য
মন্তব্য করুন