My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

হয়তো অবশেষে


হয়তো কোনো আনমনা এক বেলায়
নতুন করে হারাবো এই আমি,
বাঁধন ছিঁড়ে মন রাঙ্গানো খেলায়
অস্তরাগের মেঘের অনুগামী।

হয়তো তখন ডাকবে না কেউ পিছু
খুঁজবে না মন ফেলে আসা মানে,
স্মৃতির বাঁধন ভুলবো যে সব কিছু
মিটে যাওয়া ঋণের প্রতিদানে।

সব ছেড়ে যে নিঃস্ব হবো পুরো
নিঃস্ব ছিলাম প্রথম যেমন করে,
শূন্য থেকে সব ছিল যার শুরু
বিলীন হবো শূন্যতারই পরে।

গোধূলি রঙ আঁকবে বিদায় রেখা
বুঝবো পথিক শেষ হয়েছে বেলা,
দূর সীমানায় দৃষ্টি রেখে একা
থামবে নাহয় আমার সকল খেলা।

হয়তো তখন একটু বিষাদ রেশে
একটু থেমে বিদায় অনুভবে -
আপন মনেই হয়তো অবশেষে
ভাববো কেন এসেছিলাম তবে...

এমন করেই শেষ হলো সব যদি?



[রচনাকাল: ১৫ মে ২০০৬ ইং।
সম্পাদনা: ১৮ অক্টোবর ২০২২ ইং]


৫টি মন্তব্য


১৭ অক্টোবর ২০১৮
উদাসী।।
১৮ অক্টোবর ২০১৮
হ্যাঁ
৩ অক্টোবর ২০১২
ধন্যবাদ সবাইকে... :)
৩ অক্টোবর ২০১২
অস্তরাগে শুরু হয়ে গধুলি লগ্নে হল সব শেষ, তবু রয়ে গেল কিছুটা হলেও তার রেশ।
২ অক্টোবর ২০১২
খুব ভাল লাগলো।
২ অক্টোবর ২০১২
এমন করেই শেষ হলো সব যদি, কোথায় যাবে তীর হারা এই নদী? কবিতা ভালো পাইলাম। ভালো থাকুন।
মন্তব্য করুন