গরমিল
মিল-গরমিল হিসেব-নিকেশ
সময় গেলেই সব হবে শেষ।
ব্যালেন্সশীটের ব্যালেন্স তখন
থাকবে না আর আগের মতোন।
লাভ ও ক্ষতির হিসেব কোন
মিলবে না যে আর কখনও।
থাকবে শুধু তুমিই একা,
আর থাকবে তোমার কর্মলেখা।
তার আগে যার হিসেব যতো
আসলে তার মূল্য কতো?
(রচনাকালঃ ৩০ অক্টোবর ২০১২ ইং)
২টি মন্তব্য
মন্তব্য করুন