My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

এখানেই নয় তো বিদায়!


সকলেই জানি চলে যায়।
আমিও তো যাবো
এই আমিও হারাবো
তাই যদি ভাবো আজ
এখানেই হয়তো বিদায়,
এখানেই নয় তো বিদায়!!

আমার না থাকাতেও আমাকেই পাবে
সবকিছু ভুলবে কিভাবে?
সুখের যে স্মৃতিটুকু, ভোলা সে কি যায়!!
এখানেই নয় তো বিদায়!

যে সময় চলে যায়, তারও রেশ থাকে
প্রতি পলে সে-ও পিছু ডাকে।
হারানোর ভয়ে তাকে থেকো না দ্বিধায়!!
এখানেই নয় তো বিদায়!


৭টি মন্তব্য


২৯ অগাস্ট ২০২৫
সুপ্রভাত কবি। এখনি বিদায় বোলোনা এখনো ফুলের কুঁড়ি পাপড়ি মেলেনি। এখনো যদি চলে যাবে চাঁদ এসে ফিরে যাবে কতদিন যে সেতারের বাজনা শুনিনি। রক্তিম শুভেচ্ছা ।
২৯ অগাস্ট ২০২৫
অসংখ্য ধন্যবাদ!
১৩ ডিসেম্বর ২০২৪
জীবন মানে মৃত্যু আগামী। কবি ভাবনায় আগের কবিতায়ও মৃত্যুর বিষয়টি এসেছে। আজও ঘুরে-ফিরে তেৃন একটি আবহ তৈরী হলো। তবে আমার না থাকাতেও আমাকেই পাবে সবকিছু ভুলবে কিভাবে? সুখের যে স্মৃতিটুকু, ভোলা সে কি যায়!!-- মন ভিজিয়ে দিলো। দারুণ আবেগময় উপলব্ধি। অনুভবে অনুপম আয়োজন। অনেক শুভকামনা রইলো কবি।
১৩ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ সুপ্রিয়! আপনি ঠিকই ধরেছেন, সাম্প্রতিক কয়েকটি লেখা একই ধরণের চিন্তা থেকেই প্রসূত হয়েছে মনে হয়! অথবা কানের পাশে বেজে চলা একই ধরণের গানের একটা প্রভাব থাকতে পারে তাতে।
১৩ ডিসেম্বর ২০২৪
গভীর আবেগঘন অনন্য জীবন ভাবনার চিত্র সমৃদ্ধ মনোমুগ্ধকর কাব্য ও চমৎকার কাব্যিক রূপায়ণ। মন ভরে উঠলো পাঠে শ্রদ্ধেয় প্রিয় কবি। শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি।
১৩ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ আপনাকে!
১৩ ডিসেম্বর ২০২৪
গভীর দর্শনের অসাধারণ কাব্য পাঠে বিমোহিত হলাম,সম্মানিত কবির জন্য আন্তরিক শুভকামনা থাকলো অন্তহীন।
১৩ ডিসেম্বর ২০২৪
অসংখ্য ধন্যবাদ আপনাকে!
১৩ ডিসেম্বর ২০২৪
দারুণ আবেগঘন জীবনবোধ ও আত্মোপলব্ধির বিবিধ কবিতা, ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল।
১৩ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ ও প্রতিশুভেচ্ছা!
১৩ ডিসেম্বর ২০২৪
দারুন অসাধারণ মনোমুগ্ধকর লিখা পাঠে বেশ ভালো লাগলো আন্তরিক মুগ্ধতা রেখে গেলাম পাতায় অসংখ্য ধন্যবাদ।
১৩ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ সুপ্রিয়!
১৩ ডিসেম্বর ২০২৪
সুন্দর ভাবনার নিখুঁত প্রকাশ। অসাধারণ অনুভূতির অনবদ্য সৃজন। ভীষণ হৃদয়স্পর্শী কাব্যিকতার বহিঃপ্রকাশ। মুগ্ধ হলাম ভীষণ। শুভ কামনা রইল অগনন গুনিজন।
১৩ ডিসেম্বর ২০২৪
ধন্যবাদ!
মন্তব্য করুন