ভাল-মন্দ
ভাল খারাপ হিসেবটা যে
লোক বিশেষে বিভেদ করে,
আসল ভাল-মন্দ থাকে
লুকিয়ে চোখের অগোচরে।
কেউ বা ভাল করছে ভেবে
করতে থাকে মন্দ সবই,
কেউ বা আবার মন্দ জেনেই
করছে যে কাজ মন্দ খুবই।
কারো কারো ভাল থাকার
ইচ্ছেরও নেই অভাব কোন,
আবার কিছু লোক আছে যার
ভাল সবই লোক দেখানো।
এমন করে খুঁজলে যে আজ
ভাল লোকের অভাব ভারী,
চারিদিকেই চলছে শুধু
মন্দ লোকের খবরদারী।
তারই মাঝে আজও যারা
ভাল থেকে দিচ্ছে আশা,
তাদের প্রতি রইলো আমার
শ্রদ্ধা এবং ভালবাসা।
[২৫ জানুয়ারী ২০০৬ ইং]
১০টি মন্তব্য
মন্তব্য করুন