My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

আমিও আছি


সময়গুলো ভিন্ন ধারায় বয় যদি তাও
একই সুরে আজও তুমি সুর গেঁথে যাও।
একই আবেশ আজও মনে ঢেউ তোলে, আর
দু'জন মিলেই চলছি বেয়ে সেই একই নাও।

কথায় কথায় ঠাট্টা হাসি চলছে আজও,
আগের রঙেই সুখ ধরা দেয়, কিংবা লাজও।
চোখের কোনের দুষ্টামিটা আজও খেলে,
আজও তুমি সেই রূপসী, নাইবা সাজো।

সব আছে, আর নতুন করে যা পেয়েছি,
তুমি-আমি দু'জন মিলেই তাই চেয়েছি।
সুখের সাথে কষ্ট এসেও মিলবে জানি,
কিন্তু জেনো তোমার সাথে আমিও আছি।




(কবিতাটি আমার স্ত্রী মৌসুমীকে উৎসর্গ করে লেখা।)


১৩টি মন্তব্য


১৬ অক্টোবর ২০১৮
সুন্দর
১৮ অক্টোবর ২০১৮
ধন্যবাদ!
৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতায় এসে আপনার অনেক কবিতাই পড়লাম।এই কবিতাটি আমার বিশেষ ভাল লাগল। ভাব,শৈলী,উপস্থাপনা বেশ ভাল। অশেষ শুভেচ্ছা।
৮ ডিসেম্বর ২০১৬
অনেক ধন্যবাদ আপনাকে!
২৮ নভেম্বর ২০১৬
অসম্ভব সুন্দর রোমান্টিক কবিতা। অনেক আবেশিত হলাম কবিতা পাঠে। অনেক শুভেচ্ছা রইল প্রিয়কবি।
৮ ডিসেম্বর ২০১৬
ধন্যবাদ পল্লব কুমার!
৯ ফেব্রুয়ারি ২০১৪
বেশ মুগ্ধ হয়েই পড়লাম।
২১ সেপ্টেম্বর ২০১২
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রইস দা।
২১ সেপ্টেম্বর ২০১২
প্রিয় পল্লব, কবিতা যেন আজ হার মেনেছে তোমাদের (মৌসুমী-পল্লব)কাছে;ধরা দিয়েছে সে তোমাদের নিবিড় প্রেমের বন্ধনে।কবিতা আজ তোমাদের একান্ত আপন।প্রতিদিনের,প্রতিক্ষণের চাওয়া-পাওয়ার নিত্য-সঙ্গী।কবিতার আলোয় তোমাদের সুখের ঘর, চিরদিন আলোকিত হয়ে থাকুক!!...রইস দা'।
১৬ সেপ্টেম্বর ২০১২
খুব মিষ্টি কবিতা, ভালো লাগলো :-)
১৫ সেপ্টেম্বর ২০১২
সুন্দর সুন্দর মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। :)
অরুন কারফা
অরুন কারফা
১৫ সেপ্টেম্বর ২০১২
বিপদ কালে থাকে যে পাশে, সেই তো মোদের কাজ কর্ম্মে আসে।
অরুন কারফা
অরুন কারফা
১৫ সেপ্টেম্বর ২০১২
সুখের সময় নাহি চেনা যায়, সকলেই উঠে বসে নৌকায়, আসল পরিচয় তখনি পাওয়া যায়, বিপদ আসলে মাঝ গঙ্গায়।
১৫ সেপ্টেম্বর ২০১২
চমৎকার আপনার উপস্থাপনা । আপনার আরো লেখা চাই ।
মৌসুমি
মৌসুমি
১৪ সেপ্টেম্বর ২০১২
সুন্দর কবিতা :)
জালালউদ্দিন
জালালউদ্দিন
১৪ সেপ্টেম্বর ২০১২
ভাই, আপনার কবিতাও শুন্দর / আপনি আপনার স্ত্রীকে উৎসর্গ করে লিখেছেন এতাও ভাল দিক !
মন্তব্য করুন