ক্ষণিকের মোহ
ক্ষণিকের মোহ যদি টেনে নেয় দূরে
সীমানার পটে আঁকা আলেয়ার পথে,
সময়ের শেষে তাই আঁধারের সুরে
হাহাকার তুলে যায় হৃদয়ের ক্ষতে।
অপলক চোখে থাকে নিরাশার ভাষা,
মানে সব থেমে যায় শুণ্যের পারে,
তিলে তিলে গড়ে তোলা আশা ভালবাসা
প্রাণহীন পড়ে থাকে জমাট আঁধারে।
অলীক স্বপ্নে গাঁথা মিথ্যের জালে
মন কেন জেনেশুনে বাধা পড়ে তবু?
কেন মন নাচে সেই স্বপ্নের তালে?
অবুঝ প্রেমিক মন বুঝে না তা কভু।
প্রেম চায় দিতে তার সব ভালবাসা,
আঘাতের মাঝে তাই বেঁচে থাকে আশা।
৩টি মন্তব্য
মন্তব্য করুন