My Poem

The following poem has been published in www.bangla-kobita.com website.

নিরবধি


জলে ঢেউ খেলে আকাশের তারা
ছায়াঘেরা মায়াময়,
বাতাসের টানে গাছে গাছে যেন
নীরবতা কথা কয়।
মেঘের চাঁদোয়া ভেসে ভেসে চলে
অস্ফুটে বহুদূর,
সাথে ভেসে চলে চাঁদের জোয়ারে
আনমনা কোন সুর।
দূরে রাতজাগা পাখি বুঝি ডাকে
থেকে থেকে অবিরাম,
সাথে জেগে থাকি তুমি আর আমি
নিশাচর দুই প্রাণ।
কতো কতো কথা হয়ে যায় চোখে,
ঠোঁটে ঠোঁটে, ইশারায়,
প্রণয়ের সুধা বাঁধ ভাঙে যেন
হৃদয়ের কিনারায়।
তৃপ্ত বাসনা হৃদয়ের টান
সুগভীর আরও করে,
ভিন্ন হৃদয় এক হয়ে মেশে
সকলের অগোচরে।
এই চাঁদ আর তারাভরা রাত
দেখে যায় তারা সবই,
তোমার ছোঁয়ায় মনের গহীনে
পূর্ণতা অনুভবি।
এভাবেই আরও রাত যেন আসে
তুমি আমি পাশাপাশি,
হাতে হাত রেখে চোখে চোখে ক'বো
"তোমাকেই ভালবাসি"।


(রচনাকালঃ ২০ মে ২০১১ ইং)



১০টি মন্তব্য


৯ ফেব্রুয়ারি ২০১৪
কতো কতো কথা হয়ে যায় চোখে, ঠোঁটে ঠোঁটে, ইশারায়, প্রণয়ের সুধা বাঁধ ভাঙ্গে যেন হৃদয়ের কিনারায়। দারুণ ... ।
অস্পর্শের আড়ালে
অস্পর্শের আড়ালে
১২ মার্চ ২০১৩
চ্মৎকার!!! খুব ভাল লাগলো :)
২৪ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ, দেবাশীষ ও কবীর হুমায়ুন। :)
২৩ সেপ্টেম্বর ২০১২
ভালোবাসা এক নদীর মতোন বহে চলে নিরবধি, মাঝে মাঝে জাগে সবুজের চর তব ছোঁয়া পায় যদি। আপনার ছন্দময় কবিতা ভালো লাগলো। ভালো থাকুন সব সময়।
২২ সেপ্টেম্বর ২০১২
পল্লব মহাশয় আপনাকে আমার প্রণাম । আবেগ পূর্ণতা না পেলে এমনটা লেখা যায় না ।
২১ সেপ্টেম্বর ২০১২
ধন্যবাদ রাখাল। ফিরোজ আহাম্মদ, আপনাকেও ধন্যবাদ। তবে আপনার মন্তব্যটি সম্ভবতঃ রইস দা-র কবিতায় হওয়ার কথা ছিলো। :)
২০ সেপ্টেম্বর ২০১২
চমৎকার হয়েছে ।
২০ সেপ্টেম্বর ২০১২
রইস ভাই,কবিতা চরের পাখি কুড়ানো হাঁসের ডিম
২০ সেপ্টেম্বর ২০১২
আপনাকে অনেক ধন্যবাদ, মিতা। :)
১৯ সেপ্টেম্বর ২০১২
এভাবেই আরও রাত যেন আসে তুমি আমি পাশাপাশি, হাতে হাত রেখে চোখে চোখে ক'বো "তোমাকেই ভালবাসি" চ্মৎকার!!!
মন্তব্য করুন