My Blog

The following post has been published in www.tarunyo.com website.

ফিরে আসা


দিন বয়ে যায়, সময় গড়ায়
বয়স চলে যে বেড়ে,
কাল যা ছিলাম তাই অবিরাম
পিছনে আসছি ছেড়ে।
অজানার পথে কোন অজ্ঞাতে
দূর হতে চলি দূরে,
তাও দূর হতে সেই একই পথে
ফিরে আসি পথ ঘুরে।
বারে বারে তাই আমি খেলে যাই
তোমাদের খেলাঘরে,
খেলা শেষ হলে ফের পথ ভুলে
হারাতে হঠাত্‌ করে।
যে বাঁধন বাঁধি, অন্ত অনাদি
চলি সে বাঁধন ছিঁড়ে,
তবু বাঁধনে বাঁধা এ মনে
পিছনেই আসি ফিরে।
যেথা নেই ঠাঁই, আমি ডুবে যাই
সেখানেই বারে বারে,
তবু থেকে যাই যতো না হারাই,
সেই তোমাদেরই দ্বারে।
খুলে দাও দ্বার, দাও অধিকার
থাকার ক্ষণিক তরে,
দিন করে পার নাহয় আবার
হারাবোই অগোচরে।


২টি মন্তব্য


১৩ সেপ্টেম্বর ২০১৩
মানুষ শেষ পর্যন্ত ফিরতেই চায়, যদিও সে জানে- "দিন করে পার নাহয় আবার হারাবোই অগোচরে"
১৩ সেপ্টেম্বর ২০১৩
ধন্যবাদ :)
১৩ সেপ্টেম্বর ২০১৩
Kobita Tar Majher Kicu Line Mone Gethe Rakhte Ichche Korche ..... Sundor likhechen ....
১৩ সেপ্টেম্বর ২০১৩
ধন্যবাদ আপনাকে :)
মন্তব্য করুন